ভারতের কৃষির গুরুত্ব লেখাে।

ভারতের কৃষির গুরুত্ব লেখাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

ভারতের কৃষির গুরুত্ব: ভারতের কৃষির গুরুত্বগুলি হল— 

1) কর্মসংস্থানের ক্ষেত্র: কৃষি ভারতের কর্মসংস্থানের প্রধানতম ক্ষেত্র। কর্মসংস্থানের সুযােগের দিক থেকে এককভাবে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি (মােট কর্মীসংখ্যার 52%)। 

2) খাদ্যের জোগান: ভারতের বিপুল সংখ্যক মানুষের খাদ্যের জোগান দেয় ভারতীয় কৃষি।

3) জাতীয় আয়ের উৎস: কৃষি ভারতের জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎস। জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 6.4%।

4) শিল্পে কাঁচামালের জোগান: চা, কফি, কার্পাস বয়ন, পাটবয়ন, চিনি, ভােজ্য তেল, খাদ্যপ্রক্রিয়াকরণ ইত্যাদি শিল্পের কাঁচামাল কৃষি থেকেই পাওয়া যায়। কৃষিজ কাঁচামাল জোগানের ওপর এই শিল্পগুলির উন্নতি ও ক্রমবিকাশ নির্ভর করে।

অন্যান্য গুরুত্ব

1) বিদেশি মুদ্রা আয়ের উৎস: ভারত চাল, মশলা, মাছ ও মাছজাত সামগ্রী, চা, কফি, চিনি, মাংস ও মাংসজাত সামগ্রী, কাচা তুলাে, ফল, সবজি, ডাল প্রভৃতি কৃষিজাত সামগ্রী রপ্তানি করে বিদেশি মুদ্রা আয় করে।

2) ব্যাবসা ও পরিবহণ ব্যবস্থার প্রসার: কৃষি ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাবসাবাণিজ্য ও পরিবহণ ব্যবস্থার প্রসারে সাহায্য করে। কৃষিজ সামগ্রী ক্রয়বিক্রয় এবং রেলপথ ও সড়কপথে খাদ্যশস্য ও শিল্পের কাঁচামাল পরিবহণ করা হয়।

3) অন্যান্য: কৃষি শিল্পজাত পণ্যের বাজার সৃষ্টি এবং সরকারি আয়ের একটি প্রধান উৎস হল ভারতীয় কৃষি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment