দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতের নদনদীগুলির জল দূষিত হওয়ার কারণ কী? গঙ্গার দূষণ রােধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

ভারতের নদনদীগুলির জল দূষিত হওয়ার কারণ কী? গঙ্গার দূষণ রােধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

ভারতের নদনদীগুলির জল দূষিত হওয়ার কারণ কী? গঙ্গার দূষণ রােধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? 2+1   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের নদনদীর জল দূষিত হওয়ার কারণ : 

1. কলকারখানা, শহরনগরের বিপুল আবর্জনারাশি প্রতিনিয়তই নদীতে এসে পড়ে। 

2. কোথাও কোথাও নদীতে মৃত প্রাণীর দেহ ফেলা হয়। 

3. কৃষিক্ষেত্রের বিষাক্ত কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতি ধুয়ে এসে নদীর জলে মেশে। 

4. গৃহপালিত পশুদের নদীর জলে স্নান করানাের ফলে নদীর জল দূষিত হচ্ছে। 

5. সর্বোপরি, পরিবেশদূষণ তথা জলদূষণ সম্পর্কে জনসচেতনতার অভাব নদনদীর জলকে নিরন্তর দূষিত করে চলেছে।

গঙ্গার দূষণ রােধে গৃহীত ব্যবস্থা : গঙ্গার জলদূষণ প্রতিকারের জন্য 1985 সালে সরকারি উদ্যোগে সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটি সংস্থার তত্ত্বাবধানে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিটি রূপায়ণের কাজ শুরু হয় 1986 সালে। এ ছাড়াও বর্তমানে নমামি গঙ্গে নামেও একটি কর্মসূচি রূপায়ণের কাজ চলছে। এইসব কর্মসূচির সম্পূর্ণরূপায়ণ সম্ভম্ব হলে গঙ্গার দূষণ অনেকটাই নিয়ন্ত্রিত হবে বলে আশা করা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!