ভারতের প্রাকৃতিক পরিবেশ ও মানবজীবনের সম্পর্ক বিশ্লেষণ করাে।

ভারতের প্রাকৃতিক পরিবেশ ও মানবজীবনের সম্পর্ক বিশ্লেষণ করাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের প্রাকৃতিক পরিবেশ ও মানবজীবনের মধ্যে সম্পর্ক : ভারতের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ মানবজীবনের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। 

1. জলবায়ুর ওপর প্রভাব : 

[i] ঠান্ডা থেকে রক্ষা : এই দেশের উত্তরে হিমালয় পর্বত অবস্থিত হওয়ায় উত্তরের শীতল সাইবেরীয় বাতাস ভারতে প্রবেশ করতে পারে না। ফলে উত্তর ভারত প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। 

[ii] বৃষ্টিপাত : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে সারা ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 

2. বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা : উপদ্বীপীয় অংশের তিনদিকে বেষ্টন করে থাকা সাগরের সুনীল জলরাশি এবং উত্তর ও উত্তরপশ্চিমের সুউচ্চ হিমালয় পর্বতশ্রেণির অবস্থান বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে। 

3. গিরিপথের মাধ্যমে বাণিজ্যিক সমৃদ্ধি : সুবিস্তৃত হিমালয় ও কারাকোরাম পর্বতশ্রেণির বিভিন্ন গিরিপথের অবস্থান বাণিজ্যিক সমৃদ্ধির ক্ষেত্রেও সাহায্য করে।

4. কৃষিক্ষেত্রে উন্নতি : উষ্ণ-আর্দ ক্রান্তীয় জলবায়ুর জন্য এই দেশ কৃষিসমৃদ্ধ। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রান্তীয় ফসল যেমন—ধান, পাট, চা, কফি, মশলা প্রভৃতি এদেশের উর্বর মৃত্তিকায় উৎপন্ন হয়।

5. শিল্পক্ষেত্রে উন্নতি : প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য যেমন প্রচুর বৃষ্টি, নদীগুলির নিত্যবহ জলধারা, খনিজ সম্পদের প্রাচুর্য,বনজ সম্পদের ভাণ্ডার এদেশে শিল্পের উন্নতির সহায়ক হয়েছে।

6. উন্নত যােগাযােগ ব্যবস্থা স্থাপন : উর্বর সমতলভূমি যেমন কৃষির উন্নতি ঘটিয়েছে তেমনি নিবিড় ও সহজ যােগাযােগ (সড়ক, রেল) ব্যবস্থা গড়ে তুলতেও সাহায্য করেছে। 

এসব থেকে বলা যায় যে, ভারতের প্রাকৃতিক পরিবেশ তার জনজীবন সদর্থক প্রভাব ফেলেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment