Class 10 Class 10 Geography ভারতের প্রধান বাগিচা ফসল কী কী ও কোথায় উৎপন্ন হয়?

ভারতের প্রধান বাগিচা ফসল কী কী ও কোথায় উৎপন্ন হয়?

ভারতের প্রধান বাগিচা ফসল কী কী ও কোথায় উৎপন্ন হয়? Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

ভারতের প্রধান বাগিচা ফসল: ভারতের প্রধান বাগিচা ফসলগুলি হল—1) চা ও 2) কফি 

1) চা:

উৎপাদক অঞ্চল: পূর্ব ভারতের অসম ও পশ্চিমবঙ্গে ভারতের শতকরা প্রায় 80 ভাগ চা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক ও কেরলে শতকরা প্রায় 18 ভাগ চা উৎপাদিত হয়। অসমের ডিব্ৰুগড়, তিনসুকিয়া, শােণিতপুর, জোড়হাট ও কাছাড় জেলা অর্থাৎ সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকার ঢালু সমভূমি এবং তরাই অঞ্চলে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার ডুয়ার্স তরাই অঞ্চল এবং উত্তর দিনাজপুর জেলায় যথেষ্ট পরিমাণে চা উৎপন্ন হয়।

2) কফি:

উৎপাদক অঞ্চল: দক্ষিণ ভারতের কর্ণাটক (70%), কেরল (21%) ও তামিলনাড় (6%) রাজ্য কফি উৎপাদনে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। কর্ণাটকের চিকামাগালুর, কোদাগু, হাসান শিমােগা এবং মহীশুর জেলা; কেরলের পালাক্কাড়, ওয়াইড, ইদুক্কি, কোল্লাম প্রভৃতি জেলা এবং তামিলনাড়ুর নীলগিরি, সালেমা ও কোয়েম্বাটোর জেলায় কফি উৎপন্ন হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment