ভারতের সামুদ্রিক জলপথের শ্রেণিবিভাগ করাে। 

ভারতের সামুদ্রিক জলপথের শ্রেণিবিভাগ করাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের সামুদ্রিক জলপথের শ্রেণিবিভাগ : ভারতে সামুদ্রিক জলপথকে দু-ভাগে ভাগ করা যায়, যথা— 

1. উপকূলীয় জলপথ: ভারতের উপকূলভাগের দৈর্ঘ্য প্রায় 7516 কিমি। বঙ্গােপসাগর এবং আরব সাগরের উপকূলরেখা বরাবর এই সুদীর্ঘ জলপথে নৌকা, স্টিমার ও জাহাজ চলাচল করে। এই উপকূলীয় জলপথে মূলত পণ্য বাহিত হয়। মুম্বাই থেকে গােয়া পর্যন্ত যাত্রীবাহী জাহাজ ও স্টিমার চলাচল করে। উপকূলীয় জলপথ ধরেই গুজরাত থেকে নুন আসে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওডিশার কয়লা যায় দক্ষিণ ভারতে। 

2. সমুদ্রপথ বা আন্তর্জাতিক জলপথ: ভারতের তিনদিক সমুদ্রবেষ্টিত বলে বহু প্রাচীনকাল থেকেই আফ্রিকা, ইউরােপ, পশ্চিম এশিয়ার সাথে ভারতের সমুদ্রপথে বাণিজ্য চলত। বর্তমানে ভারতের 13 টি প্রধান বন্দর এবং প্রায় 200টি মাঝারি এবং ছােটো বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক জলপথে ব্যাবসাবাণিজ্য চলে। এই 13টি প্রধান বন্দরের মাধ্যমে জলপথে ভারতের বহির্বাণিজ্যের 90 শতাংশ সংঘটিত হয়। বছরে প্রায় 16000 মালবাহী জাহাজ এই বন্দরগুলিতে যাতায়াত করে। ভারতে 2017 সালে 13টি প্রধান বন্দর আন্তর্জাতিক জলপথে প্রায় 64.84 কোটি টন পণ্য আমদানি-রপ্তানি করেছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment