Class 10 Class 10 Geography ভারতের সীমানা উল্লেখ করাে।

ভারতের সীমানা উল্লেখ করাে। 

ভারতের সীমানা উল্লেখ করাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের সীমানা: 

1.ভারতের উত্তর সীমানায় আছে সুবিশাল হিমালয় পর্বতমালা এবং চিন, নেপাল ভুটান রাষ্ট্র। 

2. উত্তর-পশ্চিম সীমানায় আছে আফগানিস্তান। 

3.পশ্চিম সীমানায় আছে পাকিস্তান আরব সাগর। 

4. পূর্ব সীমানায় রয়েছে মায়ানমার, বাংলাদেশ বঙ্গোপসাগর। 6. দক্ষিণের উপদ্বীপ অংশের তিনদিক বেষ্টন করে রয়েছে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গােপসাগরের সুনীল জলরাশি। ভারতের দক্ষিণ প্রান্তে রয়েছে সাগরবেষ্টিত শ্রীলঙ্কা মালদ্বীপ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment