ভারতের সীমানা উল্লেখ করাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
ভারতের সীমানা:
1.ভারতের উত্তর সীমানায় আছে সুবিশাল হিমালয় পর্বতমালা এবং চিন, নেপাল ও ভুটান রাষ্ট্র।
2. উত্তর-পশ্চিম সীমানায় আছে আফগানিস্তান।
3.পশ্চিম সীমানায় আছে পাকিস্তান ও আরব সাগর।
4. পূর্ব সীমানায় রয়েছে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। 6. দক্ষিণের উপদ্বীপ অংশের তিনদিক বেষ্টন করে রয়েছে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গােপসাগরের সুনীল জলরাশি। ভারতের দক্ষিণ প্রান্তে রয়েছে সাগরবেষ্টিত শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।