ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের বিবরণ দাও

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের বিবরণ দাও Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্প 

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের নানান দিক সম্পর্কে আলােচনা করা হল— 

তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ 

তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলি হল— 

1. স্থায়ী বাজার: অর্থনৈতিক উন্নতির ফলে ক্রয়ক্ষমতাসম্পন্ন মধ্যবিত্তের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে। এর ফলে তথ্যপ্রযুক্তির একটি নিজস্ব স্থায়ী বাজার গঠিত হয়েছে।

2. সুলভ শ্রমিক: বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষায় গত কয়েক দশকে ভারতে খুবই উন্নতি লাভ করেছে। ফলে প্রযুক্তিবিদ্যায় দক্ষ কর্মচারীর কোনাে অভাব নেই। 

3. সরকারি আনুকূল্য : ভারত সরকারের অনুকূল শিল্পনীতিও এদেশের তথ্যপ্রযুক্তির শিল্পের উন্নতিতে যথেষ্ট সহায়ক হয়েছে। ‘বিশেষ অর্থনৈতিক অঞল’ (SEZ) নীতির প্রচলনের কারণে ভারতে খুব তাড়াতাড়ি কোম্পানিগুলি তথ্যপ্রযুক্তি শিল্পে উন্নতি ঘটিয়েছে। 

4. আউটসাের্সিংয়ের সুফল : ‘আউটসাের্সিং’ কথার অর্থ হল অর্থের বিনিময়ে বাইরের থেকে কাজ করিয়ে নেওয়া। ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প এই সুযােগটাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে। ভারতের শ্রমের মূল্য কম। তাই তুলনামূলকভাবে কম অর্থের বিনিময়ে অল্প সময়ের মধ্যে আমেরিকা ও ইউরােপের দেশসমূহ বিভিন্ন সংস্থাকে পরিসেবা সরবরাহ করার ক্ষেত্রে ভারত অনেকটা এগিয়ে রয়েছে।

5. উন্নত পরিকাঠামাে: তথ্যপ্রযুক্তি শিল্প হল শহরকেন্দ্রিক শিল্প। বর্তমানে ভারতে মহানগর ও বড়াে শহরগুলির পরিকাঠামাে অর্থাৎ রাস্তাঘাট, যােগাযােগ ব্যবস্থা ও বিদ্যুৎ পরিসেবা বেশ ভালাে হওয়ায় এই শিল্প উন্নতিলাভ করেছে। 

তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র 

ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রগুলির মধ্যে উল্লেখযােগ্য কয়েকটি হল—

1. বেঙ্গালুরু: তথ্যপ্রযুক্তি শিল্পে প্রধান কেন্দ্র হল কর্ণাটকের বেঙ্গালুরু। এই শহরের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি প্রধানত কম্পিউটার। সফটওয়্যার তৈরি ও রপ্তানি করে। এখানে ভারতের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে। চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই প্রভৃতি মেট্রো শহরের নৈকট্য এখানে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে সহায়ক হয়েছে। 

2. হায়দ্রাবাদ : তেলেঙ্গানার হায়দ্রাবাদে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ঘটে 1995 সাল থেকে। হায়দ্রাবাদের মাধপুর শহরতলির হাইটেক সিটিতে তথ্যপ্রযুক্তি শিল্পের বৃহৎ কেন্দ্র গড়ে উঠেছে। 

3. সল্টলেক: পশ্চিমবঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের মূলকেন্দ্র হল কলকাতা সংলগ্ন সল্টলেকের সেক্টর-V অঞল। এ ছাড়া বানতলা ও রাজারহাটেও তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। 

4. অন্যান্য : এ ছাড়াও হরিয়ানার নয়ডা ও গুরগাঁও, গুজরাতের আমেদাবাদ, মহারাষ্ট্রের মুম্বাই, পুণেতে এই শিল্পের প্রসার ঘটেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!