ভারতের উপকূলীয় সমভূমির গুরুত্ব কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতের উপকূলীয় সমভূমির গুরুত্ব : ভারতের সুদীর্ঘ উপকূলীয় সমভূমি সংকীর্ণ হলেও তার গুরুত্ব অপরিসীম—
1. কৃষি উৎপাদনে সহায়তা : উপকূলের উর্বর সমভূমিতে প্রচুর পরিমাণে ধান, আখ, নারকেল, বিভিন্ন প্রকার মশলা প্রভৃতি উৎপন্ন হয়।
2. বাণিজ্যিক গুরুত্ব : ভারতের উপকূলীয় সমভূমির বিভিন্ন বন্দর শহরের (মুম্বাই, চেন্নাই, মার্মাগাও, কোচি প্রভৃতি) মাধ্যমে দেশের অধিকাংশ ব্যাবসাবাণিজ্য সম্পন্ন হয়।
3. অর্থনৈতিক গুরুত্ব : [i] পশ্চিম উপকূলের উত্তরাংশে সমুদ্রের লবণাক্ত জল থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন করা হয়। [ii] পশ্চিম উপকূলে খনিজ তেল উত্তোলন করা হয়। পূর্ব উপকূলের মহীসােপান অঞ্চলেও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস আহরিত হয়। [iii] মালাবার উপকূলীয় সমভূমি থেকে ইলমেনাইট, মােনাজাইট প্রভৃতি মূল্যবান খনিজ দ্রব্য আহরণ করা হয়।
4. অন্যান্য গুরুত্ব : [i] অনুকূল পরিবেশের জন্য সমগ্র উপকূল অঞ্চলে ঘন লােকবসতি দেখা যায়। [ii] এই উপকূলীয় ভূমিতে মুম্বাই ও চেন্নাই-সহ অনেক শহর ও নগর গড়ে উঠেছে। [iii] সমতলভূমিতে পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা খুব উন্নত যা নগরায়ণে সাহায্য করেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।