ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? Class 10 | Geography | 5 Marks‘
উত্তর:-
ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য : ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল—
1. ঋতুপরিবর্তন : ভারতের জলবায়ু প্রধান বৈশিষ্ট্য হল ঋতুপরিবর্তন। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকাল—এই চারটি ঋতু ভারতের জলবায়ুতে চক্রাকারে আবর্তিত হয়।
2. বিপরীতধর্মী বায়ুপ্রবাহ: ভারতে শীতকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়।
3. আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল : মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক। শুধু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে এবং উত্তর-পশ্চিম ভারতে শীতকালে অল্প বৃষ্টিপাত হয়।
4. শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতশ্রেণির পশ্চিমটালে, পূর্ব হিমালয়ের পাদদেশে এবং উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত হয়।
5. অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত : মৌসুমি বায়ুর খামখেয়ালি প্রকৃতির জন্য প্রতিবছর দেশের সর্বত্র সমানভাবে বৃষ্টিপাত হয় না।
6. উত্তর ভারতের জলবায়ু চরমভাবাপন্ন : উত্তর ভারতের জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির কিন্তু দক্ষিণ ভারতের তিনদিক সমুদ্রবেষ্টিত থাকায় আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবে ওই অঞ্চলের জলবায়ু সাধারণভাবে সমভাবাপন্ন হয়।
অন্যান্য বৈশিষ্ট্য :
1. মৃদু শীতকাল : উত্তর ভারতের কিছু এলাকা ছাড়া দেশের অধিকাংশ স্থানে শীতকালে উষ্ণতা খুব কমে না।
2. স্থনীয় বায়ুপ্রবাহের সক্রিয়তা : গ্রীষ্মকালে দেশের বহু অঞ্চলে স্থানীয় বায়ুর প্রভাবে কিছু ঝড়-বৃষ্টি হয়।
3. ঘূর্ণিঝড়ের প্রভাব : শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্টি ঘর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের সমতলভূমি বষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। এ ছাড় উপকলীয় অঞ্চলেও কখনাে কখনাে ‘সাইক্লোন’ বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আগমন ঘটে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।