ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব আলােচনা করাে।

ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব আলােচনা করাে।   Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব : ভারতের উত্তর দিকে বিশালাকার প্রাচীরের মতাে দণ্ডায়মান হিমালয় পর্বত এই দেশের জলবায়ুকে নানাভাবে প্রভাবিত করে, যেমন—

চিত্র : মৌসুমি বায়ুর গতিপথে হিমালয় পর্বতমালার অবস্থান

1. তীব্র শীতের হাত থেকে রক্ষা : হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে আগত অতি শীতল ও শুষ্ক মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জকে ভারতে প্রবেশ করতে বাধাপ্রদান করে। এই কারণে একই অক্ষাংশে অবস্থিত অন্যান্য দেশের তুলনায় ভারতে শীতকাল যথেষ্ট মৃদু শীতল। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, উত্তর-পূর্ব ভারতে হিমালয় ও পূর্বাচলের পাহাড়-পর্বতগুলির মধ্যে যে সামান্য ফাঁক রয়েছে সেই ফাঁক দিয়ে অতি শীতল উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ব্ৰত্মপুত্র উপত্যকায় প্রবেশ করে সমগ্র উত্তর-পূর্ব ভারতের উষ্ণতার হ্রাস ঘটায়। 

2. শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত : হিমালয় পর্বত দক্ষিণের সমুদ্র থেকে আগত আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে প্রাচীরের মতাে বাধাপ্রদান করে। এর ফলে উত্তর ভারতে ব্যাপক শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত হয়।

3. পশ্চিমি ঝঞ্জার ব্যাপকতা হাস: হিমালয় পর্বতের জন্য শীতকালীন পশ্চিমি ঝঞ্জার বেশিরভাগ প্রভাব উত্তর-পশ্চিম ভারতেই সীমাবদ্ধ থাকে।

4. জেট বায়ুকে দুটি শাখায় বিভক্ত: হিমালয় পর্বত পশ্চিমা জেট বায়ুকে দুটি শাখায় বিভক্ত করে। জেট বায়ুর দক্ষিণমুখী শাখাটি ভারতে প্রবেশ করে মৌসুমি বায়ুকে ভারতে নিয়ে আসতে সাহায্য করে। 

5. মনােরম জলবায়ু সৃষ্টি: উচ্চতার জন্য হিমালয়ের পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির। হিমালয়ের উঁচু স্থানগুলিতে শীতকালে তুষারপাত হলেও গ্রীষ্মকালে হিমালয়ের নীচু স্থানগুলির উষ্ণতা আরামপ্রদ থাকে ও জলবায়ু বেশ মনােরম হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ভারতের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব আলােচনা করাে।”

Leave a Comment