ভারতের জলপথের সুবিধাগুলি লেখাে। 

ভারতের জলপথের সুবিধাগুলি লেখাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের জলপথের সুবিধা : জলপথের অনেকগুলি সুবিধা রয়েছে, যেমন —

1.  সুলভ পরিবহণ: জলপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে কোনাে ব্যয় হয় না বলে জলপথ পৃথিবীর সর্বাপেক্ষা সস্তা পরিবহণ মাধ্যম। সেইজন্য পৃথিবীর সর্বত্র জলপথ পরিবহণ জনপ্রিয়। 

2. অবাধ চলাফেরার সুযােগ: সমুদ্র উপকূলবর্তী কিছু অঞ্চল ছাড়া  উন্মুক্ত সমুদ্রে জাহাজগুলি অবাধে চলাচল করতে পারে। 

3. বৈদেশিক বাণিজ্যের সুবিধা: সমুদ্রতীরবর্তী যে-কোনাে দেশের সাথে ভারতের জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা রয়েছে। তাই এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাপেক্ষা সুবিধা প্রদান করে।

4. ভারী পণ্য পরিবহণের সুবিধা: ইউনিট প্রতি পরিবহণ খরচ কম হয় বলে বিভিন্ন ভারী ও বৃহদায়তন পণ্য, যেমন—আকরিক লােহা, কয়লা, লােহা ও ইস্পাত, সিমেন্ট প্রভৃতি পণ্য জলপথে পরিবহণ করা সুবিধাজনক।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment