দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলােচনা করাে।

ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলােচনা করাে।

ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলােচনা করাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব : ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব অপরিসীম।

1.কৃষি উৎপাদনে প্রভাব : পশ্চিমাংশের মরুস্থলী ছাড়া সমভূমির বাকি অংশ অত্যন্ত উর্বর এবং কৃষিসমৃদ্ধ। এখানে ধান, পাট, আখ, গম, তুলাে, ডাল, তৈলবীজ প্রভৃতি শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।

2. শিল্পস্থাপনে প্রভাব : যােগাযােগের সুবিধা, স্থানীয় কৃষিজ কাচামালের প্রাচুর্য, সুলভ শ্রমিক প্রভৃতি অনুকূল অবস্থার জন্য এখানে অনেক শিল্পও গড়ে উঠেছে। যেমন—চিনি শিল্প, পাট শিল্প, কার্পাসবয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, চর্ম শিল্প প্রভৃতি। 

3. নগরায়ণে প্রভাব : সমতল ভূমিরূপ, অনুকূল জলবায়ু, জীবিকা সংস্থানের সুবিধা, উন্নত যাতায়াত ব্যবস্থার উপস্থিতি প্রভৃতি কারণে এই অংশ বহু জনবহুল নগর গড়ে উঠেছে। এই সমভূমি অঙ্কুলের প্রধান নগরগুলি হল—চণ্ডীগড়, অমৃতসর, দিল্লি, আগ্রা, লখনউ, এলাহাবাদ, বারাণসী, কলকাতা, পাটনা প্রভৃতি। 

4. অন্যান্য কাজকর্মে প্রভাব : ভূমি সমতল বলে পরিবহণ ব্যবস্থা উন্নত। পশ্চিমের মরু ও মরুপ্রায় অঞ্চলের লবণাক্ত হ্রদগুলি থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment