ভারতীয় জনজীবনে নদনদীর গুরুত্ব বা প্রভাব লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতীয় জনজীবনে নদনদীর গুরুত্ব : ভারতীয় জনজীবনে নদনদীর ভূমিকা অসীম, যথা—
1. কৃষিকাজ : একদিকে ভারতের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে নদী সঞ্চিত উর্বর পলিমাটিতে বিপুল পরিমাণে কৃষিজ ফসল উৎপাদিত হয়, অন্যদিকে, নদনদীর জল সেচকার্যে ব্যবহৃত হয়।
2. নৌপরিবহণ : দেশের অভ্যন্তরীণ জলপথ পরিবহণে এইসব নদনদীর ভূমিকা অপরিসীম। সস্তায় বাণিজ্য করার অন্যতম উপায় জলপথে পরিবহণ।
3. মাছ সংগ্রহ : দেশের মানুষের প্রােটিনের চাহিদা মেটায় নদনদী থেকে সংগৃহীত মাছ। সুতরাং, স্বাদুজলের মাছ সংগ্রহে নদনদীর গুরুত্ব অসীম।
4. জলবিদ্যুৎ উৎপাদন : পার্বত্য নদীগুলিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমেও নদনদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, যা পরিবেশবান্ধব শক্তিও বটে।
5. শিল্প বিকাশ : দেশের বিভিন্ন অংশের নদনদীর জল শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয় এবং শিল্পজাত দ্রব্য পরিবহণ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
6. পানীয় জল হিসেবে : নদীর জল পরিশােধন করে পানীয় হিসেবে ব্যবহার করা হয়। এতে নগরায়ণ বাড়ছে।
এ ছাড়া নদী তীরবর্তী স্থান পর্যটন কেন্দ্র হিসেবে, জল সংরক্ষণাগার হিসেবে ও অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
ধন্যবাদ
Thanks bro
It’s too useful. Great