ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় অবস্থানের গুরুত্ব লেখাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় অবস্থানের গুরুত্ব : ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় অবস্থানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এগুলি হল—
1. জলপথে ব্যাবসাবাণিজ্যের বিকাশ: ভারতের উপদ্বীপীয় অংশের তিনদিকে সমুদ্র থাকায় জলপথে ব্যাবসাবাণিজ্যের সুবিধা পাওয়া যায়।
2. নৌবিদ্যা ও মৎস্যশিকারে উন্নতি: ভারতের উপদ্বীপীয় অংশের সমুদ্রের সঙ্গে যােগাযােগ থাকায় নৌবিদ্যায় ও মৎস্যশিকারে ভারত | যথেষ্ট উন্নত।
3. বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা: সমুদ্রবেষ্টিত এই তিনদিক থেকে বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কাও কম।
4. স্থলপথে সংযােগ: ভারতের উত্তরাংশ এশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। ফলে ভারত এশিয়া থেকে বিচ্ছিন্ন নয়। স্থলপথেও প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহজে যােগাযােগ ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।