ভারতীয় রেলপথের শ্রেণিবিভাগ করাে। 

ভারতীয় রেলপথের শ্রেণিবিভাগ করাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতীয় রেলপথের শ্রেণিবিভাগ: দুটি লাইনের মধ্যে দূরত্ব সব রেলপথে সমান নয়। এই দূরত্বের পার্থক্য অনুযায়ী ভারতের রেলপথকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়— 

1. ব্রড গেজ (Broad Gauge): এক্ষেত্রে দুটি লাইনের মধ্যে দূরত্ব হয় 1.68 মিটার। ভারতে ব্রড গেজ দিয়েই সর্বাধিক পরিবহণ করা হয়। এখন দেশের প্রায় 61680 কিমি দীর্ঘ রেলপথ ব্রড গেজের অন্তর্গত। 

2. মিটার গেজ (Metre Gauge): এক্ষেত্রে দুটি লাইনের মধ্যে ব্যবধান হয় 1 মিটার। ভারতে বর্তমানে প্রায় 3479 কিমি রেলপথ মিটার গেজের অন্তর্ভুক্ত এবং এর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। 

3. ন্যারাে গেজ (Narrow Gauge): এই পথে দুটি রেললাইনের মধ্যে দূরত্ব থাকে প্রায় 0.76 মিটার ও 0.61 মিটার। ভারতে বর্তমানে ন্যারাে গেজ রেলপথ রয়েছে প্রায় 2209 কিমি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment