দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতীয় রেলপথকে কী কী আঞ্চলিক ভাগে ভাগ করা হয়েছে?

ভারতীয় রেলপথকে কী কী আঞ্চলিক ভাগে ভাগ করা হয়েছে? 

ভারতীয় রেলপথকে কী কী আঞ্চলিক ভাগে ভাগ করা হয়েছে?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতীয় রেলপথের আঞ্চলিক বিভাগ: পরিচালনার সুবিধার জন্য ভারতীয় রেলপথকে 17 টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে 9 টি রেলপথব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় রেলের এই আঞ্চলিক বিভাগ ও সদর দফতরগুলি হল— 1. পূর্ব রেলপথ (কলকাতা), 2. দক্ষিণ-পূর্ব রেলপথ (কলকাতা), 3. উত্তর-পূর্ব রেলপথ (গােরক্ষপুর), 4. উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ (মালিগাঁও), 5. পশ্চিম রেলপথ (চার্চগেট, মুম্বাই), 6. উত্তর রেলপথ (নতুন দিল্লি), 7. দক্ষিণ রেলপথ (চেন্নাই), 8. মধ্য রেলপথ (ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনা, মুম্বাই), 9. দক্ষিণ-মধ্য রেলপথ (সেকেন্দ্রাবাদ), 10. পূর্ব-মধ্য রেলপথ (হাজিপুর), 11. পূর্ব উপকূলীয় রেলপথ (ভুবনেশ্বর), 12. উত্তর-মধ্য রেলপথ (এলাহাবাদ), 13. উত্তর-পশ্চিম রেলপথ (জয়পুর), 14. দক্ষিণ-পূর্ব-মধ্য রেলপথ (বিলাসপুর), 15. দক্ষিণ-পশ্চিম রেলপথ (হুবলি), 16. পশ্চিম-মধ্য রেলপথ (জবলপুর), 17. কোঙ্কণ রেলপথ (নবি মুম্বাই)।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment