ভারতীয় সংবিধানে আইন প্রণয়নের ক্ষমতা বণ্টনের জন্য যে তালিকার ব্যবস্থা রয়েছে তা আলােচনা করাে। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কী?

ভারতীয় সংবিধানে আইন প্রণয়নের ক্ষমতা বণ্টনের জন্য যে তালিকার ব্যবস্থা রয়েছে তা আলােচনা করাে।
ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কী? 4 + 4   Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

আইন প্রণয়নের ক্ষমতা বণ্টনের জন্য তালিকা ব্যবস্থা : ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় সংবিধান। স্বাভাবিকভাবেই সেখানে ক্ষমতাগুলি তিন ভাগে বিভক্ত—কেন্দ্রীয়, রাজ্য এবং যৌথ। যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের, তাকে লিস্ট বা ইউনিয়ন লিস্ট বলে। লিস্ট-I বা স্টেট লিস্টের বিষয়গুলিতে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য সরকারের। যেসব ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়েরই, তাকে লিস্ট-II বা কারেন্ট লিস্ট বলে।

কেন্দ্রীয় তালিকায় আছে সংবিধানের 62, 63, 64, 65 ও 66 নং ধারা। এগুলিতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ব্যক্ত হয়েছে। রাজ্য। তালিকার অনুচ্ছেদ 11-তে বলা হয়েছে সপ্তম তপশিলের অন্তর্ভুক্ত 63, 64, 65 ও 66 নং ধারা এবং যৌথ তালিকার 25 নং ধারা বাদে বিশ্ববিদ্যালয়-সহ  শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি রাজ্য তালিকাভুক্ত ছাড়া যুগ্ম তালিকায় (ধারা নং 25) রয়েছে বৃত্তিগত ও কারিগরি শিক্ষা ইত্যাদি। 

ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্য : 

[1] সংবিধান মান্য করে চলা, তার সব আদর্শ এবং জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। 

[2] যেসব মহান আদর্শের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রাম উদ্বুদ্ধ হয়েছিল, সেগুলি অনুসরণ করা। 

[3] ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি বজায় রাখা। 

[4] প্রয়ােজন হলে দেশকে রক্ষা করা ও জাতীয় পরিসেবা দেওয়া।

[5] ধর্ম ও ভাষাগত বিভেদ ভুলে সকলের মধ্যে সমন্বয় সাধন করা, ভ্রাতৃত্ববােধকে জাগ্রত করা এবং নারীর মর্যাদাহানিকর আচরণ বর্জন করা। 

[6] ভারতীয় মিসংস্কৃতিকে যথাযথ মূল্য দেওয়া এবং তাকে রক্ষা করা। 

[7] ভারতের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং তার উন্নতি সাধন করা। 

[8] বিজ্ঞানসম্মত মানসিকতা, মানবতাবােধ এবং অনুসন্ধিৎসা বজায় রাখা। 

[9] অপরের প্রতি হিংসা না করা এবং বিভিন্ন সরকারি সম্পত্তিকে রক্ষা করা।

[10] জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছােতে সহায়তা করা। 

[11] 6 বছর থেকে 14 বছর বয়সের প্রতিটি ছেলেমেয়েকে শিক্ষালাভের সুযােগ দেওয়া।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!