ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাগুলিতে কী কী অসংগতি লক্ষ করা যায় তা লেখো। 

ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাগুলিতে কী কী অসংগতি লক্ষ করা যায় তা লেখো।    Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারার অসংগতি : ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাগুলি পর্যালােচনা করলে, বহু অসংগতি বা ত্রুটি ধরা পড়ে। নীচে কয়েকটি অসংগতি উল্লেখ করা হল —

[1] প্রাথমিক শিক্ষার দায়দায়িত্ব: সংবিধানে 45 নং ধারাতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার দায়দায়িত্ব রাজ্য সরকারের ওপর ন্যস্ত থাকবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে সমগ্র দেশের সর্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের বিশেষ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ওপরই ন্যস্ত রয়েছে | 

[2] মাধ্যমিক শিক্ষা ও উচ্চশিক্ষার বিষয়: মাধ্যমিক স্তরের শিক্ষার উদ্ভব. বিকাশ ও প্রশাসনগত কাঠামােগঠনের ক্ষেত্রে যেমন রাজ্য সরকার দায়বদ্ধ থাকবে, তেমনই উচ্চশিক্ষার বিকাশ ও সমন্বয়সাধনের ক্ষেত্রেও সরকার দায়বদ্ধ থাকবে। 

[3] বিশেষ রাজ্যকে অতিরিক সহায়তাদান: সংবিধানের 46 নং ধারায়। উল্লিখিত যে, আঞ্চলিক সাংস্কৃতিক বৈষম্য দূরীকরণের জন্য প্রয়ােজনবােধে কেন্দ্রীয় সরকার বিশেষ কোনাে রাজ্য সরকারকে অতিরিক্ত সাহায্য প্রদান করতে পারবে।

[4] রাজ্য সরকারের শিক্ষা ও ভাষানীতিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ: সংবিধানের 350(A) ধারায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা ও সাংস্কৃতিক স্বার্থরক্ষার ক্ষেত্রে সর্বদা সাহায্য করবে এবং ওই সম্প্রদায়ের সন্তানসন্ততি যাতে মাতৃভাষার মাধ্যমে অন্তত প্রাথমিক স্তরের শিক্ষালাভের সুযােগ পায়, তারজন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখানে দেখা যাচ্ছে, রাজ্য সরকারগুলির শিক্ষা ও ভাষানীতির ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযােগ রাখা হয়েছে। 

[5] জাতীয় ভাষার উন্নয়ন: সংবিধানের 351 নং ধারায় জাতীয় ভাষার বিকাশের ক্ষেত্রে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, কিন্তু অহিন্দিভাষী রাজ্যগুলি চায় না যে কেন্দ্রীয় সরকার এই দায়িত্ব পালন করুক। 

[6] উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে দায়িত্বদান : সংবিধানের কেন্দ্রীয় তালিকার 66 নং অনুচ্ছেদে বিশ্ববিদ্যালয় ও গবেষণামূলক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়সাধন ও শিক্ষার মান নির্ধারণে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। অথচ এটাও সত্যি যে, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয়ে বা সমরূপ প্রতিষ্ঠানে রাজ্য সরকারের সাংগঠনিক ও প্রশাসনিক দায়িত্ব অস্বীকার করা যায় না। 

[7] ধর্ম ও সম্প্রদায়ভিত্তিক নামকরণ : সংবিধানের কেন্দ্রীয় তালিকায় 63 নং অনুচ্ছেদে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ধর্ম ও সম্প্রদায়ভিত্তিক নামকরণ লক্ষ করা যায়। ধর্মনিরপেক্ষ দেশ ভারতে এই ধরনের নামকরণ কাম্য নয়। 

[8] রাজ্য সরকারগুলির শিক্ষাক্ষেত্রে তৎপরতা: সংবিধানে শিক্ষাকে বর্তমানে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং শিক্ষার যে-কোনাে দায়িত্ব রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে সমানভাবে ভাগ হওয়া উচিত।

কিন্তু বিভিন্ন কারণে সকল রাজ্যকে কেন্দ্র সমানভাবে নজরে রাখতে পারে না । মর্যাদারক্ষার তাগিদে রাজ্যকেই সেক্ষেত্রে অধিকাংশ শিক্ষা সম্পর্কত দায়িত্ব পালন করতে হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment