ভারতে সড়কপথে পরিবহণের অসুবিধাগুলি কী কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতে সড়কপথে পরিবহণের অসুবিধা: ভারতে সড়কপথে পরিবহণের অনেক সুবিধা থাকলেও নানা অসুবিধাও দেখা যায়, সেগুলি হল —
1. নির্মাণ ব্যয় বেশি: সড়কপথ নির্মাণ যথেষ্ট ব্যয়বহুল এবং সময়ও বেশি লাগে। তাই দেশের অর্থনীতি উন্নত না হলে সড়ক ব্যবস্থা ভালাে হয় না।
2. রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি: বৃষ্টি, বন্যা, তুষারপাত প্রভৃতি রাস্তাকে নষ্ট করে দেয়। এ ছাড়া, মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচল রাস্তার ক্ষতি করে। সে কারণে সবসময় সড়কপথকে রক্ষণাবেক্ষণ করতে হয়।
3. সেতুর অভাবে পরিবহণের সমস্যা: নদীবহুল অঞ্চলে যথেষ্ট সংখ্যক সেতু না থাকলে সড়ক পরিবহণে অসুবিধার সৃষ্টি হয়।
4. পরিবহণ ব্যয় বেশি: রেল এবং জলপথ পরিবহণের তুলনায় সড়কপথের পরিবহণ ব্যয় অনেক বেশি। সেজন্য মালপত্র পরিবহণে এখনও রেল এবং জলপথ এগিয়ে।
5. যাত্রী স্বাচ্ছন্দ্য কম: সড়কপথে দীর্ঘ রাস্তা অতিক্রম করা বেশ কষ্টসাধ্য। যাত্রীদের শারীরিক স্বাচ্ছন্দ্যের ন্যূনতম ব্যবস্থা করাও সড়ক পরিবহণে অসুবিধাজনক।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।