ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয় কেন?

ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয় কেন?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলার কারণ : ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ এই দেশের তিনদিকে সমুদ্র ও একদিকে সুউচ্চ হিমালয় পর্বতমালা অবস্থিত। উত্তর গােলার্ধে অবস্থিত ভারতের মাঝ বরাবর কর্কটক্রান্তিরেখা (23.1/2° উ.) প্রসারিত হয়েছে। সুউচ্চ পর্বত, সুবিস্তৃত মালভূমি ও সমভূমি ভারতে দেখা যায়। বালি ঢাকা মরুভূমি, বৈচিত্র্যপূর্ণ মৃত্তিকা, বিভিন্ন ধরনের জলবায়ু, নানারকম স্বাভাবিক উদ্ভিদ যেমন এই দেশে দেখা যায়, তেমনি অনেকরকম খনিজ সম্পদও ভারতে পাওয়া যায়। এ ছাড়া ভারতে বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করে। জীববৈচিত্র্যেও ভারত পৃথিবীতে অগ্রগণ্য। সুতরাং, পৃথিবীর বিভিন্ন অংশের মতাে ভারতে প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্য, অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিভিন্নতা এবং বিবিধ মানবিক ও সাংস্কৃতিক সম্পদের সমাবেশ ঘটেছে। তাই ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment