প্রশ্ন – ভারতসভা প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য কী ছিল? 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমােহন বসু প্রমখের। উদ্যোগে স্থাপিত হয় ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন। শিশিরকুমার ঘােষের প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লিগ’ও এর সঙ্গে যুক্ত হয়।
প্রেক্ষাপট : ভারতসভা প্রতিষ্ঠার প্রেক্ষাপটে দেখা যায় যে –
প্রথমত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বুদ্ধিজীবী শ্রেণির নেতা উপলব্ধি করেছিলেন যে, দেশের বৃহত্তর জনগণের সংযােগে গণতান্ত্রিকভাবে সমিতি গঠন না-করলে ভারতম্য ব্রিটিশ সরকার। সেই সমিতির দাবিকে মূল্য দেবে না।
দ্বিতীয়ত, ভারতে ইতিপূর্বে প্রতিষ্ঠিত রাজনৈতিক সমিতিগলি ছিল রক্ষণশীল ও তাদের আচরণ ছিল অভিজাতসুলভ।
তৃতীয়ত, সর্বভারতীয় স্তরে সমিতি গঠন ও আন্দোলন পরিচালনার মাধ্যমে ভারতের আঞ্চলিক দাবিগুলি পূরণের ব্যবস্থা করা।
ভারতসভার উদ্দেশ্য : ভারতসভা’-র চারটি ঘােষিত উদ্দেশ্য ছিল, যেমন- (১) জনমত গঠন, (২) ভারতের সকল জাতি ও সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন, (৩) হিন্দু-মুসলিম ঐক্য স্থাপন এবং (৪) রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ভারতের জনসংযােগ ঘটানাে। যাতে সাধারণ ভারতীয়রা বিপুল সংখ্যায় এই সংগঠনে যােগ দিতে পারে তার জন্য এর সদস্য চাদা দরিদ্রতম শ্রেণির জন্য এক টাকা হিসেবে ধার্য করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।