ভীমবেটকা সম্পর্কে আলােচনা করাে।

ভীমবেটকা সম্পর্কে আলােচনা করাে। Mark 5 | Class 6

উত্তর:-

সূচনা: মধ্যপ্রদেশের ভােপাল থেকে কিছুটা দূরে, বিন্ধ্য পর্বতের গা ঘেষে নির্জন জঙ্গলে ভীমবেটকা অবস্থিত। 

ভীমবেটকা 

[1] গুহার খোঁজ : ১৯৫৭ খ্রিস্টাব্দে এখানে বেশ কিছু গুহার খোঁজ মেলে। 

[2] বৈশিষ্ট্য : (i) ভীমবেটকার গুহাগুলিতে পুরােনাে পাথরের যুগ থেকে আদিম মানুষেরা বসবাস করত। (ii) গুহার দেয়ালে আদিম মানুষের আঁকা ছবি পাওয়া গেছে। ছবিগুলির প্রায় সবই শিকারের দৃশ্য। (iii) পাশাপাশি দেয়ালগুলিতে নানারকম বন্যপশুর ছবি, পাখি, মাছ, কাঠবিড়ালীর মতাে প্রাণীর ছবিও দেখা যায়। (iv) এ ছাড়াও হাতে পায়ে গয়না এবং মুখােশ পরা মানুষের একা বা দলবেঁধে শিকারের ছবিও দেখা যায়। (v) অনেকক্ষেত্রে, মানুষের সঙ্গে কুকুরের ছবিও দেখা যায়। (vi) ভীমবেটকা গুহার দেয়ালে আঁকা ছবিগুলিতে সাদা এবং লাল রঙের ব্যবহার বেশি হলেও সবুজ ও হলুদ রঙের ব্যবহারও করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ভীমবেটকা সম্পর্কে আলােচনা করাে।”

Leave a Comment