ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় কেন? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি অপেক্ষাকৃত কম হওয়ার কারণ: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণে ভরা জোয়ার হয় বলে সমুদ্রের জলস্ফীতি প্রবল হয়। কিন্তু শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পরস্পরের সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। অর্থাৎ, চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কাজ করে বলে সমুদ্রের জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয়, যাকে মরা জোয়ার নামে অভিহিত করা হয়। এজন্যই দুই পক্ষের দুটি অষ্টমী তিথিতে সংঘটিত মরা জোয়ারের জলস্ফীতি ভরা জোয়ারের তুলনায় অপেক্ষাকৃত কম হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।