দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভৌমজলের অতিরিক্ত ব্যবহার হলে পরিবেশে তার কী প্রভাব পড়ে?

ভৌমজলের অতিরিক্ত ব্যবহার হলে পরিবেশে তার কী প্রভাব পড়ে?

ভৌমজলের অতিরিক্ত ব্যবহার হলে পরিবেশে তার কী প্রভাব পড়ে?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ওপর প্রভাব : ভারতের যেসব স্থানে এখনও খালের মাধ্যমে বা ভূপৃষ্ঠীয় জলের ব্যবহার সম্ভব হয়ে ওঠেনি, সেখানে কূপ, নলকূপের মাধ্যমে ভৌমজল তুলে জলসেচ করা হয়। এতে পরিবেশে নানা প্রভাব পড়ে, যেমন —

1. ভৌমজলতলের পতন : ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের জন্য ভৌমজলের ভাণ্ডার দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এর ফলে কুয়ােগুলি শুকিয়ে যাচ্ছে এবং স্বল্প ও মধ্যম গভীরতার নলকূপ থেকে জল ওঠা বন্ধ হয়ে যাচ্ছে। 

2. আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি : আর্সেনিকপ্রবণ অঞ্চলে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজলে অতি ক্ষতিকারক আর্সেনিকের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। জলে অতিরিক্ত নাইট্রেট, ফ্লুরাইড-জাতীয় যৌগের পরিমাণও বেড়ে যায়। 

3. লবণতা বৃদ্ধি : ভৌমজল বেশি পরিমাণে ব্যবহৃত হলে জলের লবণতা বেড়ে যায়। ওই জল জমির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। 

4. ভূমির অবনমন : বেশি পরিমাণে ভৌমজল ব্যবহার করলে ভূমির অবনমন ঘটতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ভৌমজলের অতিরিক্ত ব্যবহার হলে পরিবেশে তার কী প্রভাব পড়ে?”

Leave a Comment

error: Content is protected !!