কোনাে শিশু বধির কি না তা নির্ণয় করার জন্য কী কী যন্ত্র ব্যবহার করা হয়? বিভিন্ন প্রকার শ্রবণজনিত ত্রুটিসম্পন্ন শিশুর সংজ্ঞা দাও। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks
উত্তর:-
শ্রবণজনিত ত্রুটির পরিমাপ:
কোনাে শিশু বধির কি না তা নির্ণয় করার জন্য বর্তমানে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। যেমন—সাউন্ড লেবেল মিটার, অক্টেভ ব্যান্ড, ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার, অডিয়ােমিটার ইত্যাদি।
বিভিন্ন প্রকার প্রবণজনিত ত্রুটিসম্পন্ন শিশুর সংজ্ঞা
[1] কোনাে ব্যক্তি যদি 25 ডেসিবেল তীব্রতাসম্পন্ন শব্দ শুনতে পায়, তাহলে তাকে স্বাভাবিক শ্রবণযুক্ত ব্যক্তি বলে।
[2] আবার কোনাে ব্যক্তির ক্ষেত্রে যদি শ্রবণের জন্য 25 ডেসিবেলের অধিক তীব্রতাসম্পন্ন শব্দের প্রয়ােজন হয়, তাহলে সেই ব্যক্তিকে শ্রবণের দিক থেকে ত্রুটিসম্পন্ন বলা হয়।
[3] যেসব শিশুদের শ্রবণের জন্য 26 ডেসিবেল থেকে 80 ডেসিবেল তীব্রতাসম্পন্ন শব্দের প্রয়ােজন হয়, তাদের ব্যাহতশ্রুতিসম্পন্ন শিশু বলা হয়।
[4] যাদের শ্রবণের ক্ষেত্রে 26 ডেসিবেল থেকে 40 ডেসিবেল তীব্রতাসম্পন্ন শব্দের প্রয়ােজন হয় তাদের স্বল্প ব্যাহত শ্রুতিসম্পন্ন বলে।
[5] যাদের ক্ষেত্রে শ্রবণের জন্য 41 ডেসিবেল থেকে 80 ডেসিবেল তীব্রতাসম্পন্ন শব্দের প্রয়ােজন হয়, তাদের গুরুতর ব্যাহত শ্রুতিসম্পন্ন বলে।
[6] যাদের শ্রুতিশক্তি 80 ডেসিবেলের ওপরে তাদের পূর্ণবধির বলে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।