দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে।

বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে।

বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের পার্থক্য: বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের পার্থক্যগুলি হল— 

বিষয়বিষাক্ত বর্জ্যবিষহীন বর্জ্য
ধারণাযেসব বর্জ্য পরিবেশ ও জীবকুলের ক্ষতিসাধন করে, সেইসব বর্জ্যকে বিষাক্ত বর্জ্য বলে।  যেমন—ডিডিটি,অ্যাসিড, ব্যাটরি প্রভৃতি।যেসব বর্জ্য পবিবেশ ও জীবকুলের ক্ষতিসাধন করে না,  সেইসব বর্জকে বিষহীন বর্জ বলে। যেমন—উদ্ধৃত্ত খাবার, সবজির খােসা, চামড়া, কাঠ ইত্যাদি।
প্রকৃতিএগুলি জীব দ্বারা বিশ্লেষিত হয় না বলে এগুলি জীব অবিশ্লেষ্য বর্জ্য।এগুলি জীব দ্বারা বিশ্লেষিত হয় বলে এগুলি জীব বিশ্লেষ্য পদার্থ।
প্রভাবএগুলির মাধ্যমে জল ও মাটি দূষিত হয়।এগুলি মাটির উর্বরতা বৃদ্ধি করে  এবং জলেরও বিশেষ ক্ষতি করেনা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে।”

Leave a Comment