বিদ্যালয়ে আমরা কী কী ধরনের বর্জ্যের সম্মুখীন হই ? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বর্জ্য: বিদ্যালয়ে আমরা নানা ধরনের বর্জ্যের সম্মুখীন হই, যেমন—
1) কঠিন বর্জ্য: বিদ্যালয়ে কঠিন বর্জ্যের মধ্যে জৈব ভঙ্গুর এবং কিছু পরিমাণ জৈব অভঙ্গুর বর্জ্যের সৃষ্টি হয়। যেমন—
[i] জৈব ভঙ্গুর বর্জ্য : মূলত খাবারের বাতিল অংশ হল বিদ্যালয়ের জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য বর্জ্য। এ ছাড়া কাগজের টুকরাে, ভাঙা চক, চকের গুঁড়াে প্রভৃতি হল অন্যান্য জৈব ভঙ্গুর বর্জ্য।
[ii] জৈব অভঙ্গুর বর্জ্য : পেনের রিফিল, পেন, প্লাস্টিক, জলের বােতল এ সবই হল বিদ্যালয়ের জৈব অভঙ্গুর বর্জ্য।
2) তরল বর্জ্য: বিদ্যালয়ের শৌচাগারে ব্যবহৃত জল এবং হাত-মুখ ধােয়া জল তরল বর্জ্য হিসেবে বিবেচিত হবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।