বিকাশের সংজ্ঞা দাও l বিকাশের বৈশিষ্ট্য আলােচনা করাে।

প্রশ্ন: বিকাশের সংজ্ঞা দাও l বিকাশের বৈশিষ্ট্য আলােচনা করাে।

উত্তর: 

বিকাশ (Development) 

বিকাশ হল একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে তার বৃদ্ধির সাথে সাথে কর্ম সম্পাদন করতে সাহায্য করে |
যেমন, একটি শিশু বয়স বৃদ্ধির সাথে সাথে তার দৈহিক বৃদ্ধি ও কর্মক্ষমতার উন্নতি হয় | প্রথম সে দাঁড়াতে পারে তার পরে হাঁটতে পারে | এর থেকে মনে করা হয় যে শিশুটির দৈহিক বিকাশ ঘটেছে | 

বিকাশের সংজ্ঞা : হারলক বলেছেন, বিকাশ কেবলমাত্র কোন ব্যক্তির দৈহিক পরিনমনের মধ্যে সীমিত থাকে না ,বিকাশ মূলত পরিণমনের দিকে এগিয়ে যাওয়ার পথ | 

বিকাশের বৈশিষ্ট্য : 

1) নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া: বিকাশ ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া | একটি শিশুর মাতৃগর্ভ থেকে আমৃত্যু পর্যন্ত বিকাশ বিকাশ কোন সময়ই থেমে থাকে না। কেবলমাত্র এর হারের পরিবর্তন ঘটে।

2) বিকাশের পর্যায় গুলি পরস্পর সম্পর্কযুক্ত: শিশুর দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাস্কোভিক বিকাশ প্রভৃতি পৃথক ভাবে ঘটে না | যেমন, দৈহিক বিকাশ মানসিক বিকাশে সহায়তা করে আবার মানসিক বিকাশ সামাজিক বিকাশে সহায়তা করে | বিকাশের বিভিন্ন পর্যায় গুলি পরস্পর সম্পর্কযুক্ত ও পরস্পর নির্ভরশীল | সামগ্রিকভাবে ব্যক্তিজীবনের ঐক্য বজায় রাখতে সহায়তা করে | 

3) বিকাশ ক্রমপর্যায় অনুসারে ঘটে : বিকাশ একটি নির্দিষ্ট নিয়মে ঘটে | শিশুর জীবনে একটি আচরণের পর আরেকটি আচরণ আছে | যেমন- একটা শিশু প্রথমে বসতে পারে, তারপর হামাগুড়ি দেয়, তারপর দাঁড়াতে পারে, তারপর হাঁটতে পারে, সর্বশেষে দৌড়াতে পারে | সুতরাং বিকাশের প্রত্যেকটি ধারা একটি অপরটির উপর নির্ভরশীল | সামঞ্জস্য বজায় রাখা বিকাশের একটি অন্যতম বৈশিষ্ট্য | 

4) বিকাশ সাধারণ থেকে বিশেষ দিকে ঘটে : বিকাশ প্রথমে সাধারণ থেকে বিশেষ এদিকে ঘটে | শিশু যখন কোন কিছু ধরার চেষ্টা করে তখন সে সমস্ত হাতকেই সেই কাজে ব্যবহার করে | পরে হাতের সমস্ত আঙ্গুলগুলি ব্যবহার করে এবং অবশেষে দুটি বা তিনটি আঙ্গুল দিযেই সে ধরতে পারে | 

5) ব্যক্তিগত প্রক্রিয়া: বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া| ব্যক্তিভেদে বিকাশের হারের পার্থক্য লক্ষ্য করা যায় | ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে পার্থক্য দেখা যায় | শুধুমাত্র ব্যক্তি থেকে ব্যক্তি নয় একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হার বিভিন্ন রকম হয়ে থাকে | 

6) লিঙ্গগত পার্থক্য : বিকাশের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় | মেয়েরা ছেলেদের থেকে অনেক আগে পরিণত হয় | মেয়েদের বয়ঃসন্ধিক্ষন ছেলেদের থেকে অনেক আগে ঘটে | 

7) বংশগতি ও পরিবেশের প্রভাব: বিকাশ বংশগতি ও পরিবেশের ওপর নির্ভর করে মানুষের জন্মসূত্রে পাওয়া কিছু ক্ষমতা যেমন, বিকাশের সম্ভাবনার কারণ , তেমনি পরিবেশের বিভিন্ন উপাদান এর অবদানও যথেষ্ট | তাই বলা যায় জীবনবিকাশে ধারা বংশগতি ও পরিবেশ পারস্পরিক ক্রিয়ার ফল |

Read Also

বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির শর্তগুলি উল্লেখ করো | বৃদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment