বিমানপথের অসুবিধাগুলি কী কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
বিমানপথের অসুবিধা : বিমানপথের অসুবিধাগুলি হল—
1. ব্যয়বহুল: বিমানপথে পরিবহণের খরচ খুব বেশি। তাই সবাই এই পরিবহণ ব্যবস্থার সুবিধা নিতে পারে না।
2. ভারী পণ্য পরিবহণে অসুবিধা: বিমানপথে খুব ভারী পণ্য পরিবহণ করা যায় না।
3. ঝুঁকিবহুল: যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দুর্যোগ, কুয়াশা, মেঘ, ঘূর্ণিঝড়ে বিমান দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই এই পরিবহণ বেশ ঝুঁকিবহুল।
4. আবহাওয়ার প্রতিকূলতা: মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, কুয়াশা, ধোঁয়াশা, আগ্নেয়গিরির ছাই ইত্যাদি বিমান যাত্রাকে বিলম্বিত করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।