বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন কী? কয়েকটি উদাহরণ দাও। এরূপ আবর্তন কী গ্রাহ্য?

বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন কী? কয়েকটি উদাহরণ দাও। এরূপ আবর্তন কী গ্রাহ্য? 2+4+2   Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks

উত্তর:-

বিপরীত সম্বন্ধভিত্তিক আর্তন: নিরপেক্ষ বচনের সরল আবর্তন ছাড়াও আরও এক বিশেষ ধরনের আবর্তন দেখা যায়। এই বিশেষ রূপটি হল বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন (inference by converse relation)। এই ধরনের আবর্তনের প্রবক্তা হলেন প্রখ্যাত তর্কবিদ কিনস্ (Keynes)। এ ধরনের আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় বচনের উদ্দেশ্য ও বিধেয়কে পারস্পরিকভাবে সম্বন্ধভিত্তিক হতে হয়। তাই উদ্দেশ্য ও বিধেয়র সম্বন্ধের আবর্তন ঘটিয়েই আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অর্থাৎ, সম্বন্ধের আবর্তনের মাধ্যমেই আমরা যুক্তিবাক্য (আবর্তনীয়) থেকে একটি সিদ্ধান্ত (আবর্তিত) প্রতিষ্ঠা করতে সমর্থ হই।

উদাহরণ

উদাহরণ 1

দশরথ হন রামচন্দ্রের পিতা (A)।

→ 

আবর্তনীয় 

∴  রামচন্দ্র হন দশরথের পুত্র (A)।

→ 

আবর্তিত 

উদাহরণ 2

শেকসপিয়র হন ওথেলাের স্রষ্টা (A)

→ 

আবর্তনীয় 

∴  ওথেলাে হয় শেকসপিয়রের সৃষ্টি (A)।

→ 

আবর্তিত 

উদাহরণ 3

রামকৃষ্ণ হন বিবেকানন্দের গুরু (A)।

→ 

আবর্তনীয় 

∴  বিবেকানন্দ হন রামকৃয়ের শিষ্য (A)।

→ 

আবর্তিত 

উদাহরণ 4

অশােক হয় অশােকার স্বামী (A)।

→ 

আবর্তনীয় 

∴ অশােকা হয় অশােকের স্ত্রী (A)।

→ 

আবর্তিত 

উদাহরণ 5

রামবাবু হন শ্যামবাবুর প্রভু (A)।

→ 

আবর্তনীয় 

∴ শ্যামবাবু হন রামবাবুর ভৃত্য (A)।

→ 

আবর্তিত 

উদাহরণ 6

সুস্মিতা হন মধুমিতার (A)।

→ 

আবর্তনীয় 

∴ মধুমিতা হন সুস্মিতার মেয়ে (A)।

→ 

আবর্তিত 

বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন গ্রাহ্য কি না: অনেক তর্কবিদই কিন্তু এরূপ আবর্তনের বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তাদের মতানুসারে, এই ধরনের অনুমান প্রক্রিয়াটি আবর্তনের একটি প্রক্রিয়ারূপে গণ্য হওয়া উচিত নয়। কারণ, এই ধরনের অনুমান প্রক্রিয়ার জন্য প্রয়ােজন হয় আমাদের অভিজ্ঞতা। আমাদের বাস্তব অভিজ্ঞতায় যদি এরুপ বিষয়টিকে অর্থাৎ সম্বন্ধটিকে না জানি, তাহলে তা থেকে আমাদের নতুন কোনাে সিদ্ধান্ত গঠন করা সম্ভব নয়। আবার আমরা এটাও জানি যে, অবরােহ যুক্তিতে অভিজ্ঞতার কোনাে স্থান ও মূল্য নেই। সুতরাং, এরুপ সম্বন্ধভিত্তিক আবর্তনকে কখনােই অবরােহ অনুমানের পর্যায়ভুক্ত করা সংগত নয়। এই কারণে তারা কিনস্-এর এরূপ আবর্তন প্রক্রিয়াটিকে বাতিল বলে গণ্য করেছেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment