প্রশ্ন – বিশ শতকের ভারতে কৃষক আন্দোলন প্রসার সম্পর্কে আলােচনা করাে। 8 Marks | Class 10
উত্তর:
ভূমিকা : ঊনবিংশ শতকের ভারতের বিভিন্ন প্রদেশে বিক্ষিপ্তভাবে কৃষক আন্দোলন শুরু হলেও বিশ শতকের দ্বিতীয় দশক থেকে বলিষ্ঠ কৃষক আন্দোলন আত্মপ্রকাশ করে।
কৃষক আন্দোলন : বিশ শতকের কৃষক আন্দোলনগুলির মধ্যে উল্লেখযােগ্য হল—
১) চম্পারণ সত্যাগ্রহ : বিহারের চম্পারণে তিনকাঠিয়া প্রথার বিরুদ্ধে সংগঠিত কৃষক আন্দোলনে গান্ধিজি যােগদান করেন। (১৯১৭ খ্রিস্টাব্দ) ও তা সাফল্যমণ্ডিত করেন।
2) খেদা সত্যাগ্রহ : গুজরাটের খেদা জেলার কৃষকরা ব্যাপক মূল্যবৃদ্ধিজনিত কারণে খাজনা হ্রাসের দাবিতে আন্দোলন শুরু
করলে গান্ধিজি খেদার কৃষকদের নিয়ে খাজনা বৃদ্ধির প্রতিবাদে খেদা সত্যাগ্রহ (১৯১৮ খ্রিস্টাব্দ) শুরু করেন।
৩) মােপলা বিদ্রোহ : অসহযােগ আন্দোলন পর্বে কেরালার মালাবার অঞ্চলে মােপলা নামক মুসলিম কৃষকরা স্বরাজের সমর্থনে জমিদার-বিরােধী ব্যাপক কৃষক আন্দোলন শুরু করে।
মােপলা বিদ্রোহে পুলিশের হাতে বন্দি মােপলাগণ
৪) একা আন্দোলন : ১৯২১-২২ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কংগ্রেস ও খিলাফতি নেতাদের উদ্যোগে এবং মাদারি পাশির নেতৃত্বে কৃষকরা একতা বা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে হরদোই, সীতাপুর, বারাচ, বারবাকি জেলায় ব্যাপক কৃষক আন্দোলন শুরু করে।
৫) বারদৌলি সত্যাগ্রহ : গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে সরকার ৩০ শতাংশ খাজনা বৃদ্ধি করলে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা খাজনা না দেওয়ার আন্দোলন শুরু করে। শেষপর্যন্ত খাজনা বৃদ্ধিতে আটকানাে সম্ভব হয়।
৬) বখস্ত আন্দোলন : বিহারে খাজনা বাকি পড়ায় জমিদাররা কৃষকদের জমিগুলি বাজেয়াপ্ত করে বখস্ত বা খাসজমিতে পরিণত করে কৃষকদের উচ্ছেদ করতে থাকলে বিহারের কিষান নেতা স্বামী সহজানন্দের নেতৃত্বে কৃষকরা সংগঠিত হয়। গয়া, মুঙ্গের, দ্বারভাঙ্গা, সরন প্রভৃতি জেলায় আন্দোলন ব্যাপকতা লাভ করে।
৭) তেভাগা আন্দোলন : দ্বিতীয় যুদ্ধোত্তরকালে বঙ্গীয় কৃষক সভার উদ্যোগে এবং কমিউনিস্টদের নেতৃত্বে ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে বাংলার বিস্তীর্ণ অঞলে ঐতিহাসিক তেভাগা আন্দোলন শুরু হয়। কৃষকরা যে জমিতে চাষ করে তার ওপর দখলি স্বত্ত্বপ্রদানের পাব করে বাংলার প্রায় ৬০ লক্ষ কৃষক এই আন্দোলনে জড়িয়ে পড়েছিল। চারু মজুমদার, ভবানী সেন, সমর গাঙ্গুলী, গুরুদাস গম, সুনাল সেন প্রমুখ এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
8) পুন্নপ্রা-ভায়লার গণ আন্দোলন : ত্রিবাঙ্কুর রাজ্যের কৃষক ও আমকরা সেখানকার দেওয়ান রামস্বামী আয়ারের বিরুদ্ধে ১৯৪৬ খ্রিস্টাব্দে যে গণসংগ্রাম পরিচালিত করেছিলেন তা পুন্নাপ্রা-ভায়লাম গণসংগ্রাম নামে খ্যাত।
৯) তেলেঙ্গানা আন্দোলন : হায়দরাবাদের নিজামের স্বৈরাচার। শাসন ও সামন্ততান্ত্রিক শােষণের বিরুদ্ধে ৯টি তেলুগু ভাষাভাষীর জেলার তিন হাজার গ্রামের প্রায় ৩০ লক্ষ কৃষক কমিউনিস্টদের। নেতৃত্বে তেলেঙ্গানা আন্দোলনে শামিল হয়েছিল।
মূল্যায়ন : এভাবে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। যেসব কৃষক আন্দোলন হয়েছিল সেগুলির ওপর কংগ্রেসের প্রত্যক্ষ যােগাযােগ ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কৃষক আন্দোলনগুলি ছিল পুরােপুরি কমিউনিস্ট পরিচালিত। ভারতে ব্রিটিশ বিরােধী অভ্যুত্থান হিসেবে কৃষক আন্দোলনগুলির গুরুত্ব অস্বীকার করা যায় না।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।