বিশাখাপত্তনম লােহা ও ইস্পাত কারখানা গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
বিশাখাপত্তনম লােহা ও ইস্পাত কারখানা গড়ে ওঠার অনুকূল পরিবেশ
অবস্থান: ভারতের পূর্ব উপকূলে অপ্রদেশের বিশাখাপত্তনমে রাষ্ট্রায়ত্ত এই লােহা ও ইস্পাত কারখানাটি অবস্থিত। এটি বিশাখাপত্তনম স্টিল প্লান্ট নামে পরিচিত এবং ভারতের একমাত্র উপকূলীয় অবস্থানের লােহা ও ইস্পাত কারখানা।
স্থাপনকাল: এই কারখানাটির নির্মাণের কাজ 1982 সালে শুরু হলেও উৎপাদন শুরু হয় 1990 সালে। এটি হল দাক্ষিণাত্যের প্রথম বৃহদায়তন লােহা ও ইস্পাত কারখানা।
বিশাখাপত্তনমে লােহা ও ইস্পাত কারখানা গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি হল—
1. কাঁচামালের সুবিধা: সিঙ্গারেনি (তেলেঙ্গানা); তালচের(ওডিশা) থেকে কয়লা; কাডাপ্পা, নেল্লোর, কুর্ণল (অন্ধ্রপ্রদেশ); বায়লাডিলা (ছত্তিশগড়) থেকে আকরিক লােহা, জগ্নয়য়াপেত(অন্ধপ্রদেশ), বদনাপুর ও কাটনি (মধ্যপ্রদেশ) থেকে চুনাপাথর, মাধারাম (তেলেঙ্গানা); বীরমিত্রপুর (ওডিশা); বিলাসপুর । (ছত্তিশগড়) থেকে ডলােমাইট এবং চিপুরুপল্লি, কোঠাভালাসা। (অর্ধপ্রদেশ)ম্যাঙ্গানিজ এই শিল্প স্থাপনে সহায়ক।
2. জলের সহজলভ্যতা : অন্ধ্রপ্রদেশের পূর্ব গােদাবরী জেলার ইয়েলেরু নদীর ওপর নির্মিত জলাধার থেকে এই শিল্পকেন্দ্রটির প্রয়ােজনীয় জলের সরবরাহ করা হয়।
3. বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান: রামাগুণ্ডাম তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শিল্পকেন্দ্রটির প্রয়ােজনীয় বিদ্যুতের চাহিদাপূরণ করা হয়।
4. সুলভ শ্রমিক : স্থানীয় সুলভ ও দক্ষ শ্রমিক প্রয়ােজনীয় শ্রমশক্তির চাহিদাপূরণ করে।
5. উন্নত পরিবহণ ব্যবস্থা : ইস্ট কোস্ট রেলপথ ও বিভিন্ন সড়কপথের মাধ্যমে কলকাতা, চেন্নাই, মুম্বাই ও অন্যান্য অঞলের সঙ্গে সহজ পরিবহণ ব্যবস্থা শিল্পকেন্দ্রটি গড়ে উঠতে সাহায্য করেছে।
অন্যান্য কারণ
1. বন্দরের নৈকট্য : নিকটবর্তী বিশাখাপত্তনম বন্দর ও পারাদীপ বন্দরের (550 কিমি) মাধ্যমে এই শিল্পকেন্দ্রটির প্রয়ােজনীয়।কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্যদ্রব্য রপ্তানি করা হয়।
2. উন্নত বাজার ও চাহিদা: অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতি এই শিল্পকেন্দ্রের বিকাশের সহায়ক হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।