বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে? বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখাে।

বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে? বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:

বিশে মানসিক ক্ষমতা

স্পিয়ারম্যান তাঁর দ্বি-উপাদান তত্ত্বে সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে বিশেষ মানসিক ক্ষমতার কথাও উল্লেখ করেছেন। কোনাে একটি কাজ সাফল্যের সঙ্গে করতে শুধু সাধারণ মানসিক ক্ষমতাই যথেষ্ট নয়, সেখানে আর-এক ধরনের ক্ষমতার প্রয়ােজন। এই দ্বিতীয় ক্ষমতাই হল বিশেষ মানসিক ক্ষমতা বা Special Mental Ability (SMA)। এই বিশেষ ক্ষমতাকে তিনি Special Factor (বিশেষ উপাদান) বা সংক্ষেপে ‘S’ বলেছেন। বিশেষ ক্ষমতার সং বলা যায়, এটি এমন ক্ষমতা যা কোনাে নিদিষ্ট কাজ করতে সাধারণ মানচি ক্ষমতার সহযােগী হিসেবে ক্রিয়াশীল হয়।

বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য

বিশেষ মানসিক ক্ষমতার উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি নীচে আলােচনা করা হল—

[1] বিশেষধমী: নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য নির্দিষ্ট বিশেষ মানসিক ক্ষমতার প্রয়ােজন | অঙ্ক করার জন্য অঙ্কের বিশেষধমী মানসিক ক্ষমতার প্রয়ােজন। ওই ক্ষমতা অন্য কোনাে কাজে প্রয়ােজন হয় না।

[2] সংখ্যা: ধারণাগতভাবে বিশেষধমী মানসিক ক্ষমতা অসংখ্য। প্রকৃত অর্থে যত রকমের বৌদ্ধিক কাজ আমরা চিন্তা করতে পারি, তত সংখ্যক বিশেষধমী মানসিক ক্ষমতা থাকা প্রয়ােজন।

[3] সাধারণ মানসিক ক্ষমতার সহযােগী: বিশেষ মানসিক ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতার সহযােগী হিসেবে ক্রিয়াশীল হয়। এককভাবে এই ক্ষমতা কাজ করে না।

[4] কর্মসম্পাদনে একাধিক সংখ্যায় প্রয়ােজনীয়: কোনাে একটি কাজ করার জন্য একাধিক বিশেষ মানসিক ক্ষমতার প্রয়ােজন হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই, বিশেষ করে জটিল কাজে একাধিক বিশেষ মানসিক ক্ষমতার প্রয়ােজন হয়।

[5] পেশাগত সাফল্য অর্জনে সহায়ক: বিশেষ মানসিক ক্ষমতা কোনাে ব্যক্তিকে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায়, শিখনের বিশেষ ক্ষমতা শিক্ষকতার পেশায় সাফল্য আনে।

[6] একজন ব্যক্তি একাধিক বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী: একজন ব্যক্তি একাধিক বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী হতে পারে। যেমন — যে ভালাে গান গায়, সে অনেক সময় ভালাে ছবি আঁকতেও পারে।

[7] জন্মগত ও অর্জিত: কোনাে কোনাে মনােবিদের ধারণা হল, ব্যক্তি জন্মগতসূত্রে বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী হয়। আবার অনেকে বলেন, শিখনের মাধ্যমে এই ক্ষমতা অর্জিত হয়।

[8] পরস্পরনিরপেক্ষ : বিশেষ ক্ষমতাগুলি পরস্পরনিরপেক্ষ। এই জন্যই এদের মধ্যে সহসম্পর্কের মান শূন্য বা খুব কম।

[9] ব্যক্তিবিশেষের নির্দিষ্ট নয়: বিশেষ মানসিক ক্ষমতা কোনাে একজন বিশেষ ব্যক্তির মধ্যেই নয়, একাধিক ব্যক্তির মধ্যেও নির্দিষ্ট বিশেষ মানসিক ক্ষমতা থাকতে পারে। ওপরের আলােচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায়, বিশেষ মানসিক ক্ষমতাগুলি পরস্পরনিরপেক্ষ ও সংখ্যায় বহু। এগুলি সাধারণ মানসিক ক্ষমতার সহযােগী হিসেবে ক্রিয়াশীল হয়। বিদ্যালয়ে শিক্ষাথীদের বিশেষ। মানসিক ক্ষমতা বা প্রবণতাগুলি চিহ্নিত করে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা একান্ত জরুরি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment