বিশ্ব উষ্ণায়ন বলতে কী বােঝ? Global Warming

বিশ্ব উষ্ণায়ন বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks

উত্তর: ধারণা : সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে। পড়ে এবং তার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। এরপর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিকিরিত সূর্যরশ্মি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। এইভাবে পৃথিবীতে তাপের একটা সমতা তৈরি হয়। কিন্তু মানুষের অবিবেচনাপ্রসূত ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলের নীচের স্তরে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, প্রভৃতি গ্রিনহাইস গ্যাসের পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। সৌররশ্মি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা শােষিত হওয়ায় নিম্ন বায়ুমণ্ডলের উন্নতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর স্বাভাবিক  উষ্ণতা অপেক্ষা এরূপ ক্রমবর্ধমান ও অস্বাভাবিক উষতা বৃদ্ধিকে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বা Global Warming নামে অভিহিত করেছেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment