বিভিন্ন পাথরের যুগের প্রধান ঘটনাসমূহের তুলনা করাে। অথবা, পুরােনাে পাথরের যুগ, মাঝের পাথরের যুগ ও নতুন পাথরের যুগের তুলনা করাে। (Mark 5 Question)
উত্তর – বিভিন্ন পাথরের প্রধান ঘটনাসমূহের তুলনা হল নিম্নরূপ।
যুগের নাম | সময়কাল | প্রধান প্রধান ঘটনা |
পুরনো পাথরের যুগ | ||
১ । আদি | আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ৭৫ হাজার বছর পর্যন্ত | এই সময় মানুষ বড়াে আকারের পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে। এই যুগের প্রধান কাজগুলি ছিল যথা—পশুশিকার, মাছ।ধরা, বুনাে ফলমূল সংগ্রহ করা প্রভৃতি। |
২। মধ্য | আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ৫০ হাজার বছর পর্যন্ত | এই সময় মানুষ পাথরের হাতিয়ারের দুই দিক ধারালাে করতেশেখে। পােশাক হিসেবে পশুর চামড়ার ব্যবহার শুরু হয়। পশুর পর্যন্ত।হাড়কে ব্যবহার সামগ্রী হিসেবে গ্রহণ করা হয়। |
৩। অন্ত | আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত | পাথরের অস্ত্র তৈরিতে দক্ষতা বৃদ্ধি, হাড়ের তৈরি ছুঁচ দিয়ে চামড়া সেলাই পদ্ধতির উদ্ভাবন, হাড়ের হারপুন আবিষ্কার—এইসবই ছিল এই যুগের নানান উদ্ভাবনা। |
মাঝের পাথরের যুগ | আনুমানিক খ্রিস্টপূর্ব ১০ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ৮ হাজার বছর পর্যন্ত | নতুন অস্ত্র হিসেবে তিরধনুকের ব্যবহার করা, জলপথে চলার জন্য গাছের গুঁড়ি ব্যবহার করে ভেলা বা নৌকা তৈরি করা প্রভৃতি ছিল এই যুগের বৈশিষ্ট্য। |
নতুন পাথরের | আনুমানিক খ্রিস্টপূর্ব ৮ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ৪ হাজার বছর পর্যন্ত | হাতল লাগানাে মসৃণ ও ধারালাে হাতিয়ারের ব্যবহার, কৃষি । কৌশলের উদ্ভাবন, চাকার আবিষ্কার, যাযাবর জীবন ছেড়ে একটি অঞলে স্থায়ী বসতি স্থাপন—এইসবই ছিল এই যুগের বৈশিষ্ট্য |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।