বচনের বিরোধিতা কাকে বলে ? কত প্রকার ও কি কি ?

বচনের বিরোধিতা কাকে বলে ? কত প্রকার ও কি কি ? Class 12 | Philosophy (বচন) 8 Marks

উত্তর:

বচনের বিরোধিতা কাকে বলে

একই উদ্দেশ্য – বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় ক্ষেত্রেই প্রভেদ থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরােধিতা বলা হয় । A ও E বচনের মধ্যে এই সম্বন্ধ বর্তমান।

বচনের বিরোধিতা কত প্রকার ও কি কি

বচনের বিরােধিতা চার প্রকার । যথা— (i) বিপরীত বিরােধিতা (ii) অধীন বিপরীত বিরােধিতা (iii) অসম বিরােধিতা ও (iv) বিরুদ্ধ বিরােধিতা। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment