বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কী? 

বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কী?     Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

বহিজাত প্রক্রিয়ার পদ্ধতি : মূলত তিনটি পদ্ধতির মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া কার্যকরী হয়, যথা— 

1. অবরােহণ প্রক্রিয়া : এই প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বহির্জাত শক্তিসমূহের প্রভাবে ভূমিভাগের উচ্চতা ক্রমশ কমতে থাকে। যেমন—সুউচ্চ পর্বত ক্ষয় হতে হতে ক্ষয়জাত পর্বত, তারপর ক্ষয়জাত মালভূমি এবং শেষে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়।

2. আরােহণ প্রক্রিয়া : আরােহণ কথার অর্থ ওপরে ওঠা। এই ধরনের প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা ক্রমশ বাড়তে থাকে। নদী, হিমবাহ, বায়ু দ্বারা বাহিত পদার্থ সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের নিম্নস্থান উঁচু বা ভরাট হয়। একে আরােহণ প্রক্রিয়া বলে। যেমন—বদ্বীপ, প্লাবন সমভূমি, লােয়েস সমভূমি।

3. জৈবিক প্রক্রিয়া : উদ্ভিদ এবং প্রাণী যখন ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তখন তাকে জৈবিক প্রক্রিয়া বলে। জলাভূমিতে শ্যাওলা, আগাছা, পাতা, ফুল ইত্যাদি জমে জলাভূমি ভরাট হয়ে যায়। মানুষ পাহাড় কেটে রাস্তা বানায়, সমুদ্রে বাঁধ দিয়ে সমুদ্রগর্ভ ভরাট করে, নতুন ভূমি তৈরি করে। এভাবে জৈবিক প্রক্রিয়া ক্রিয়াশীল থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment