দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে কী কী উদ্দেশ্য সাধিত হয়?

বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে কী কী উদ্দেশ্য সাধিত হয়?

বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে কী কী উদ্দেশ্য সাধিত হয়?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য : বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার অধীনে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয় এবং এর ফলে বহুবিধ উদ্দেশ্য সাধিত হয়, যেমন— 

1. সারাবছর জলসেচের সুযােগ: নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে জলাধার থেকে খাল কেটে সংলগ্ন অঞ্চলে সারাবছর জলসেচ করা হয়। 

2. বন্যা নিয়ন্ত্রণ: বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখা হয়, ফলে নদী উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায়।

3. জলবিদ্যুৎ উৎপাদন: জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 

4. জলপথে পরিবহণ: নদীতে ও খালে সারাবছর জল থাকে বলে জলপথে পরিবহণ করা যায়। 

অন্যান্য উদ্দেশ্য :

1. মাছ চাষ: এই পরিকল্পনার মাধ্যমে জলাধারে মাছ চাষ করা হয়। 

2. পানীয় জলের সরবরাহ: জলাধারের জল পরিসুত করে পানীয় জলরুপে সরবরাহ করা হয়। 

3. ভূমি সংরক্ষণ: জলাধারসংলগ্ন অঞ্চলে বৃক্ষরােপণের মাধ্যমে ভূমি সংরক্ষণ করা হয়। 

4. পর্যটন কেন্দ্র স্থাপন: জলাশয়গুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয় বলে পর্যটন কেন্দ্রও গড়ে ওঠে। 

5. সেতুরুপে ভূমিকা পালন: বাঁধগুলি নদীর ওপর সেতুর কাজ করে। ভারতের দামােদর, শতদ্রু, মহানদী, কৃষ্ণা, গােদাবরী প্রভৃতি নদীতে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment