প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বহুরূপী গল্পের MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। গল্প থেকে গুরুত্বপূর্ণ 50 টি MCQ Question Answer এখানে তুলে ধরা হল। আশা করি এই প্রশ্ন উত্তর গুলি ভালো ভাবে পড়লে পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে।
বহুরূপী
সুবোধ ঘোষ
Bohurupi MCQ Question Answer
1. হরিদা ছিলেন পেশায় একজন—
উত্তর : বহুরূপী।
2. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন— [মাধ্যমিক ২৫]
উত্তর : দয়ালবাবুর লিচুবাগানে।
3. জগদীশবাবু বিরাগীকে প্রণামি দিতে চেয়েছিলেন— [মাধ্যমিক ২০২২ ]
উত্তর : একশো এক টাকা।
4. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান— [মাধ্যমিক ২০১৮]
উত্তর : একদিন।
5. বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন— [মাধ্যমিক ২৫]
উত্তর : ঠান্ডা জল।
6. নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুস নিয়েছিলেন? [মাধ্যমিক ২০২৪]
উত্তর : আট আনা।
7. ‘সেটা পূর্বজন্মের কথা’-পূর্বজন্মের কথাটি হল—
উত্তর : বিরাগী রাগের অধীন।
8. “আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি।” হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল ? [মাধ্যমিক ২০২৩]
উত্তর : বিরাগী রূপ দেখে।
9. ভবতোষ চেঁচিয়ে উঠেছিল—
উত্তর : বকশিসের কথা শুনে।
10. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল— [মাধ্যমিক ২০১৭]
উত্তর : আট টাকা দশ আনা।
11. ‘জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি— কথক ও তার বন্ধুরা জগদীশবাবুর হাতে তুলে দিয়েছিল—
উত্তর : স্পোর্টের চাঁদার খাতা।
12. দোকানদার হেসে বাইজির হাতের ফুলের সাজির উপর ফেলে দিয়েছিলেন—
উত্তর : একটা সিকি।
13. জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছরে খান—
উত্তর : একটি হরিতকী।
14. বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি—
উত্তর : উত্তরীয়।
15. ‘দোকানদার হেসে ফেলে—হরির কাণ্ড।’—হরিদার কোন্ ছদ্মবেশ দেখে বক্তা এই উক্তি করেছে?
উত্তর : বাইজি।
16. বিরাগীর মতে ধন জন যৌবন’ হল—
উত্তর : এক-একটি বঞ্চনা।
17. আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে—
উত্তর : এক কণা ধূলি।
18. লিচু বাগানটা ছিল—
উত্তর : দয়ালবাবুর।
19. বিরাগী জগদীশবাবুর কাছে কী চেয়েছিলেন ?
উত্তর : ঠাণ্ডা জল।
20. হরিদা বহুরূপী সেজে যেতে চেয়েছিলেন—
উত্তর : জগদীশবাবুর বাড়ি।
21. ‘সাদা মাথা…সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ’ হলেন—
উত্তর : জগদীশবাবু।
22. বিরাগীর মতে ‘পরম সুখ’ হলো—
উত্তর : সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া।
23. ‘আক্ষেপ করেন হরিদা’—আক্ষেপের কারণ—
উত্তর : পায়ের ধুলো না নেওয়া।
24.“বরং একটু তারিফই করলেন”—তারিফ করার কারণ কী ?
উত্তর : হরিদা ভালো পুলিশ সেজেছিলেন।
25. ‘আমি মহারাজ নই’ বক্তা হলেন—
উত্তর : বিরাগী।
26, হরিদার উনানে চাপানো হাঁড়িতে অনেক সময় ভাতের বদলে কী ফোটে?
উত্তর : জল।
27. ‘সে ভয়ানক দুর্লভ জিনিস।’ দুর্লভ জিনিসটি কী?
উত্তর : সন্ন্যাসীর পায়ের ধুলো।
28. দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল—
উত্তর : চকের বাসস্ট্যান্ডে।
29. ‘একটু তারিফই করলেন’ – কে তারিফ করলেন?
উত্তর : মাস্টারমশাই।
30. বহুরূপী সাজে যারা হরিকে চিনতে পারে, তারা বকশিশ দেয়—
উত্তর : এক-দুই আনা।
31. “বড়ো মানুষের কান্ডের খবর আমি কেমন করে শুনব?”-কার উক্তি ?
উত্তর : হরিদার।
32. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন—
উত্তর : দয়ালবাবুর লিচুবাগানে।
33. জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে কীসের বোল লাগিয়েছিলেন ?
উত্তর : সোনার বোল।
34. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স—
উত্তর : হাজার বছরের বেশি।
35. হরিদা আবার জগদীশবাবুর বাড়িতে যেতে চেয়েছিলেন কেন?
উত্তর : বকশিশ নেওয়ার জন্য।
36. ‘এইবার আমাদের কথার জবাব দিলেন’ জবাব দেবার আগে হরিদা কী করেছিলেন ?
উত্তর : উনানের মুখে ফুঁ দিয়ে ধোঁয়া ওড়াচ্ছিলেন।
37. জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন?
উত্তর : কৃপণ।
38.পাড়ার ছেলেরা কীসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি গিয়েছিল ?
উত্তর : স্পোর্টের।
39. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন—
উত্তর : সাতদিন।
40. জগদীশবাবুর কত টাকার সম্পত্তি আছে বলে কাহিনিতে বলা আছে?
উত্তর : ১১ লক্ষ।
41. বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল, সেটি হলো—
উত্তর : গীতা।
42. ছদ্মবেশী বিরাগী আসলে ছিলেন—
উত্তর : হরিদা।
43. “খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো। অন্যদিকে যাও।” একথা কে বলেছে?
উত্তর : বাস ড্রাইভার কাশীনাথ।
44. জগদীশবাবুর বাড়িতে আগত উঁচুদরের সন্ন্যাসী’ থাকতেন—
উত্তর : হিমালয়ের গুহায়।
45. সন্ন্যাসী পা এগিয়ে দিলেন’—
উত্তর : বাধ্য হয়ে।
46. জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারাবছর যা খেতেন সেটা হলো—
উত্তর : একটি হরীতকী।
47. “বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত হয়।” বাসের যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ—
উত্তর : বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার।
48. চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজেছিল—
উত্তর : দুপুর বেলাতে।
49. লেখকের কানের কাছে ফিশফিশ করে যে বলেছিল – “না না, হরিদা নয়। হতে পারে না।” তার নাম হলো—
উত্তর : ভবতোষ।
50. ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল—পুলিশ-হরিদা’- ঘুষের পরিমাণ কত ছিল ?
উত্তর : আট আনা।
আরো পড়ুন
মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৬ | Madhyamik Bengali MCQ Suggestion 2026 | Wbbse
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ | Madhyamik Bengali Suggestion 2026 | Wbbse
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 | Wbbse
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।