বৈপরীত্য উত্তাপ বলতে কী বােঝ?

বৈপরীত্য উত্তাপ বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks

উত্তর: স্বাভাবিক ধারণা: বায়ুমণ্ডলের নিম্নস্তরে অর্থাৎ ট্রপােস্ফিয়ারে ভগঞ্জ থেকে ক্রমশ ওপরের দিকে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হাস। পায় (প্রতি 1000 মিটার উচ্চতায় প্রায় 6.4°সে হারে)। তাপমাত্রার এই হ্রাসকে তাপমাত্রার স্বাভাবিক হ্রাসের হার (normal lapse rate of temperature) বলা হয়। 

বিপরীত ধারণা : কিন্তু কোনাে কোনাে সময় উচ্চতা বাড়লেও উষ্ণতা না। কমে বরং বেড়ে যায়। 

কারণ : সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত মেঘমুক্ত রাতে পর্বতের। ওপর অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বাবর নীচের উপত্যকায় নেমে

আসে। (এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু)। অন্যদিকে, সারাদিন ধরে উষ্ণ হওয়া পর্বত পাদদেশের বায়ু হালকা হয়ে উপত্যকার ঢাল বেয়ে ঊধ্বগামী হয়। (এই বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু)। ফলে, উপত্যকার নীচু অংশের উত্তাপ পর্বতের ওপর অংশের তুলনায় অনেক কম হয়। একে বলা হয় বৈপরীত্য উত্তাপ।

প্রভাব: এজন্য ইউরােপের অনেক জায়গায় লােকবসতি ও কৃষিকাজ। উপত্যকার নীচের দিকে না হয়ে পর্বতের ওপরের ঢালে হতে দেখা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “বৈপরীত্য উত্তাপ বলতে কী বােঝ?”

Leave a Comment