প্রশ্ন – বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপনের উদ্দেশ্য কী ছিল? অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সমিতি কতদূর সফল হয়েছিল? 4 Marks/Class 10
উত্তর:–
উনিশ শতকের তৃতীয় দশকের আগেই হিন্দু কলেজ ও অন্য ইংরেজি বিদ্যালয়গুলিতে কিশাের ও যুবক ছাত্ররা সাহিত্য, রাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলােচনার জন্য বিতর্কসভা স্থাপন করেছিলেন। কিন্তু এই বিতর্কসভাগুলিতে আলােচনার মাধ্যম ছিল ইংরেজি ভাষা। ১৮৩২ খ্রিস্টাব্দে বিদ্বজ্জনদের একটি সভায় এরকম সিদ্ধান্ত নেওয়া হল যে, এবার থেকে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিষয়ক আলােচনাগুলি বাংলা ভাষাতেই করা হবে। এই সভাটির নাম ছিল ‘সর্বতত্ত্বদীপিকা সভা। এর বছর তিনেকের মধ্যে এই সভাটিই সম্প্রসারিত হয়ে স্থাপিত হল বঙ্গভাষা প্রকাশিকা সভা (১৮৩৬)। সেই সময়ে নিষ্কর জমির বাজেয়াপ্তকরণ নিয়ে জনমত উত্তাল হয়ে উঠেছিল। অতএব বঙ্গভাষা প্রকাশিকা সভা এই বিষয়টি নিয়েই আন্দোলন শুরু করলেন। এই উদ্দেশ্যে খানিকটা সফল হলেও এই সভা বেশিদিন স্থায়ী হয়নি। এই সভাই ছিল বাংলাদেশের প্রথম রাজনৈতিক সভা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।