বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বর্জ্যের পরিমাণগত হাসের পদ্ধতি : বর্জ্য ব্যবস্থাপনার আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা। এতে কতকগুলি উপায় অবলম্বন করা প্রয়ােজন, যেমন—1) জিনিসপত্রের উৎপাদন ও ব্যবহার তথা ভােগের ওপর নিয়ন্ত্রণ আরােপ করা 2) জীবনযাত্রার মান পরিবর্তন করে চাহিদাকে সীমিত রাখা। 3) জিনিসপত্রের অপচয় বন্ধ করা। 4) কলকারখানায় প্রযুক্তির উন্নতি ঘটিয়ে বর্জ্য পদার্থের নির্গমন হ্রাস করা। 5) ব্যবহৃত জিনিস সরাসরি ফেলে না দিয়ে সেগুলি অন্য কাজে ব্যবহার করা। 6) একই দ্রব্য যাতে বারে বারে বা দীর্ঘদিন ব্যবহার করা যায়, তাই মজবুত ও টেকসই দ্রব্য উৎপাদন ও ব্যবহার করা। 7) জৈব ভঙ্গুর তথা পরিবেশবান্ধব জিনিপত্রের ব্যবহার বাড়ানাে। 8) প্রয়ােজনের অতিরিক্ত দ্রব্যের ব্যবহার বন্ধ করা। 9) গৃহস্থালি, বিদ্যালয়, কলকারখানা, অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে বেশি বর্জ্য পদার্থ তৈরি না হয়, সেদিকে নজর রাখা ও সকলকে সচেতন করা। 10) জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রভৃতি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।