বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলােচনা করাে

বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলােচনা করাে।
অথবা,পরিবেশকে সুস্থিত রাখতে কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করবে? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

পরিবেশকে সুস্থিত রাখতে বর্জ্য ব্যবস্থাপনা : বর্জ্য পদার্থগুলিকে শুধু অপসারণ বা স্থানান্তরণের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে প্রয়ােজনমতাে ওগুলির পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তােলা যায়। আর এটাই হল বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনার মূল ভিত্তি হল তিনটি R (3R) যথা Reduce বা পরিমাণ হ্রাস, Reuse বা পুনর্ব্যবহার এবং Recycle বা পুনর্নবীকরণ।

1) পরিমাণ হ্রাস (Reduce): বর্জ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্যই হল কম আবর্জনা উৎপাদন করা। এই লক্ষ্যে জিনিসপত্রের অপচয় বন্ধ করে, জীবনযাত্রার পদ্ধতিগত পরিবর্তন ঘটিয়ে কম বর্জ্য সৃষ্টি করতে হবে।

2) পুনর্ব্যবহার (Reuse): নতুন পদ্ধতি উদ্ভাবন করে পরিত্যক্ত দ্রব্য পুনরায় ব্যবহারের ব্যবস্থা করতে হবে। যেমন—বাতিল জলের বােতল থেকে ঘর সাজানাের নানা দ্রব্য প্রস্তুত করা যায় বা পুরােনো জলের বােতলের সাহায্যে বাগানে জল দেওয়া প্রভৃতি কাজ করা যায়।

3) পুনর্নবীকরণ (Recycle): এই পদ্ধতিতে বর্জ্য পদার্থ পরিশােধন ও প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহারের উপযােগী বস্তুতে পরিণত করা হয়। যেমন—জৈব আবর্জনাকে জৈব সারে পরিণত করে বাড়ির বাগানে ব্যবহার করা যায় বা পুরােনাে খবরের কাগজ থেকে কাগজের মণ্ড তৈরি হয় বা ঠোঙা তৈরি করা যায়। এ ছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment