বর্জ্য জলকে কীভাবে শােধন করা যায়?

বর্জ্য জলকে কীভাবে শােধন করা যায়? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

বর্জ্য জলকে শােধন করার উপায়: বাড়ির নােংরা জল ও কারখানার বর্জ্য জলকে কতকগুলি পদ্ধতির মাধ্যমে শােধন করা যেতে পারে। এগুলির মধ্যে উল্লেখযােগ্য হল— 

1) প্রাথমিক শােধন: প্রথমে বর্জ্য জলে ভাসমান আবর্জনাকে ছেঁকে নেওয়া হয়। এরপর ওই বর্জ্য জলকে একটি বড়াে কক্ষে প্রবেশ করিয়ে সেখানে নুড়ি পাথর, বালি প্রভৃতিকে অধঃক্ষিপ্ত করানাে হয়। 

2) দ্বিতীয় পর্যায় বা মাধ্যমিক বা জৈব শােধন: প্রথম কক্ষের শােধিত জলকে দ্বিতীয় কক্ষে পাঠানাে হয়। এই পর্যায়ে জলের জৈবিক অক্সিজেনের চাহিদা BOD (Biological Oxygen Demand) কমানাে হয়। এই সময় জলের ওপরের স্তরে প্রচুর গাদ উৎপাদন হয়। বিশেষ প্রক্রিয়ায় জলের ওপর থেকে গাদকে সরিয়ে নেওয়া হয়। 

(3) তৃতীয় বা অন্তিম পর্যায়: জৈব শােধনের পর জলকে বৃহৎ কোনাে জলাধারে প্রবেশ করানাে হয়। এই জলাধারে জল বেশ কয়েক সপ্তাহ থাকে, কারণ এই সময় জলে দ্রবীভূত নাইট্রোজেন, ফসফরাস ও বিষাক্ত যৌগগুলি দূরীভূত হয়ে জল শােধিত হয়ে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment