Class 10 Class 10 Geography বর্জ্য কীভাবে জলদূষণ ঘটাচ্ছে?

বর্জ্য কীভাবে জলদূষণ ঘটাচ্ছে?

বর্জ্য কীভাবে জলদূষণ ঘটাচ্ছে? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

বর্জ্য থেকে জলদূষণ: বর্জ্য পদার্থ জলদূষণও ঘটায়। পৃথিবীর প্রায় 70 শতাংশ স্থান জলাবৃত থাকলেও মানুষ এই জলভাগেও প্রচুর পরিমাণে বর্জ্য নিক্ষেপ করে। পুকুর, নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর, মহাসাগর—সব ধরনের জলভাগেই বর্জ্য ফেলা হচ্ছে। এতে সর্বত্রই জলদূষণ ঘটছে। জলের দূষণের ফলে জলজ প্রাণী ও উদ্ভিদ চিরতরে হারিয়ে যাচ্ছে। মানুষের শরীরেও নানাপ্রকার জলঘটিত রােগব্যাধি ঘটছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান প্রভৃতি উন্নত দেশও সমুদ্রে বর্জ্য নিক্ষেপ করছে যা জলজ বাস্তুতন্ত্রকে বিঘ্নিত করছে। জলজ প্রাণীদের অপমৃত্যু ঘটছে, তাদের প্রজনন বাধা পাচ্ছে ও জলজ বাস্তুতন্ত্র বিপর্যয়ের মুখােমুখি হয়ে পড়ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment