বর্জ্য পদার্থকে কীভাবে সম্পদে পরিণত করা যায়?

বর্জ্য পদার্থকে কীভাবে সম্পদে পরিণত করা যায়? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

বর্জ্য পদার্থের সম্পদে পরিবর্তন: মানুষের উন্নত চিন্তাভাবনা ও নতুন প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা যায়, যেমন— 

1) পুনর্ব্যবহার: বাড়ির পুরােনাে কাগজ, ছেঁড়া কাপড়, বাতিল পদার্থ দিয়ে নতুন নতুন ঘর সাজানাের দ্রব্য বা অন্যান্য প্রয়ােজনীয় সামগ্রী তৈরি করা যায়। 

2) পুনর্নবীকরণ: ভাঙা কাচ, পুরােনাে কাগজ, টায়ার, প্লাস্টিক প্রভৃতি দ্রব্য থেকে যথাক্রমে নতুন কাচ, নতুন কাগজ, পিচবাের্ড, কাগজের মণ্ড, নতুন টায়ার, প্লাস্টিক সামগ্রী প্রভৃতি তৈরি করা যায়। 

3) সার উৎপাদন: জৈব ভঙ্গুর পৌর আবর্জ্যনা থেকে কম্পােস্টিং পদ্ধতি প্রয়ােগ করে দু-চার মাসের মধ্যে জৈব সার উৎপাদন করা যায়, যা কৃষিক্ষেত্রে খুব কাজে লাগে।

4) নীচু জমি ভরাট করা: নীচু জমি ভরাট করতে বর্জ্যের প্রয়ােজন হয়। এতে খরচও কমে আবার বর্জ্যও সম্পদ হিসেবে পরিগণিত হয়। 

6) রাস্তা তৈরি: বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই এবং জৈব অভঙ্গুর পদার্থ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে বর্জ্যের পরিমাণ যেমন কমছে, তেমনই বর্জ্যের ব্যবহার বাড়ছে। 

7) জ্বালানি: পয়ঃপ্রণালীর মলমূত্র, গােবর, পৌর আবর্জ্যনা, শুকনাে পাতা প্রভৃতি থেকে যান্ত্রিক প্রক্রিয়ায় গ্যাস উৎপাদন সম্ভব, যা জ্বালানি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment