বর্জ্য পদার্থ থেকে কীভাবে শক্তি উৎপাদন করা যায়? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বর্জ্য পদার্থ থেকে শক্তি উৎপাদন: পৃথিবীর নানা দেশে বর্জ্য থেকে শক্তি সংগ্রহ করা হচ্ছে। এতে যেমন শক্তির সংরক্ষণ হয়, তেমনই বর্জ্যের কারণে পরিবেশের দূষণ কম হয়—
1) জৈব পদার্থের দহনে উৎপন্ন শক্তি: [i] ধানের ছিবড়ে, গমের মণ্ড, আখের ছিবড়ে, জঙ্গলের কাঠকুটো এবং অন্যান্য জৈব বর্জ্য জ্বালিয়ে তাপ উৎপাদন করা যায়। ওই তাপ থেকে উন্নত চুল্লির সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব। [ii] কঠিন বর্জ্য পদার্থকে সুনিয়ন্ত্রিত উপায়ে ভস্মীভূত করে তাপ শক্তি সংগ্রহ করা হয়।
2) পাইরােলিসিস প্রক্রিয়ায় জ্বালানি উৎপাদন: অক্সিজেনবিহীন দহনকে পাইরােলিসিস প্রক্রিয়া বলে। এই পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অক্সিজেনবিহীন দহনের ফলে তাপীয় বিয়ােজন ঘটে। এতে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ, জলে অদ্রাব্য তেল, মিথানল এবং অন্যান্য পদার্থ উৎপন্ন হয় এবং বর্জ্যের কঠিন অবশেষ পড়ে থাকে। এইসব কঠিন অবশেষকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
3) জৈব বর্জ্য থেকে দাহ্য গ্যাস উৎপাদন:
[i] গ্যাসিফায়ার যন্ত্রের মাধ্যমে দাহ্য গ্যাস উৎপাদন: গ্যাসিফায়ার যন্ত্রের মাধ্যমে পৌর বর্জ্য, কৃষিজ বর্জ্য, গাছের ডাল-পাতা পােড়ানাে হয়। ওইসব পদার্থ পােড়ানাের সময় যে গ্যাস উৎপন্ন হয় তা থেকে দাহ্য গ্যাস পাওয়া যায়।
[ii] জৈব-রাসায়নিক পদ্ধতিতে জৈব বর্জ্য থেকে দাহ্য গ্যাস উৎপাদন: ব্যাকটেরিয়ার সাহায্যে জৈবরাসায়নিক পদ্ধতিতে কঠিন জৈব বর্জ্য পদার্থ থেকে দাহ্য গ্যাস উৎপাদন করা হয়। এক্ষেত্রে ব্যাকটেরিয়ার সাহায্যে জৈব বর্জ্য পদার্থের পচন ঘটিয়ে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। বর্তমানে ল্যান্ডফিল এবং বায়ােগ্যাস প্রকল্পের মাধ্যমেও দাহ্য গ্যাস উৎপাদন করা হচ্ছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।