Class 10 Class 10 Geography বর্জ্য পদার্থ থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে?

বর্জ্য পদার্থ থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে?

বর্জ্য পদার্থ থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট সমস্যা: বর্জ্য পদার্থ থেকে নানা সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন— 

1) চিকিৎসার বর্জ্য থেকে সমস্যা: টিটেনাস, কৃমি, আমাশা, হেপাটাইটিস, এডস, চামড়ার রােগ, ফুসফুসের রােগ ইত্যাদি বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটতে পারে। 

2) কৃষিক্ষেত্রের বর্জ্য থেকে সমস্যা: কৃষিক্ষেত্রের আবর্জনা কৃষিক্ষেত্রের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দিতে পারে। জমিতে প্লাস্টিক পড়ে থাকলে জমি কৃষিকাজের অনুপযােগী হয়ে পড়ে। কৃষিক্ষেত্র থেকে কৃমি, আমাশয়, ফুসফুসের রােগ, পেটের রােগ ও নানা ধরনের রােগব্যাধি ঘটতে পারে। 

3) কলকারখানার বর্জ্য থেকে সমস্যা: কলকারখানার তরল বর্জ্য নিকটবর্তী নদী, পুকুর ও খালে পড়লে ওই জল সম্পূর্ণরূপে দূষিত হয়। কলকারখানার বর্জ্য থেকে নিকটবর্তী অঞ্চলের মাটি দূষিত হয়।

4) নির্মাণ শিল্পের বর্জ্য থেকে সমস্যা: নির্মাণ শিল্পে ব্যবহৃত সিমেন্ট ও বালি বায়ুদূষণ ঘটায়, মাটির উৎপাদন ক্ষমতা একেবারে কমিয়ে দেয়। এই কার্যে নিযুক্ত শ্রমিকদের ফুসফুসের রােগ ও পেটের রােগ বেড়ে যায়।

5) তেজস্ক্রিয় বর্জ্য থেকে সমস্যা: এই বর্জ্য পৃথিবীর সর্বাধিক ক্ষতিকর বর্জ্য। এই বর্জ্যের প্রভাবে বায়ুদূষণ ঘটে, ভৌমজল পানের অযােগ্য হয়ে যায়, মাটি দূষিত হয় এবং প্রাণী ও উদ্ভিদের জিনগত পরিবর্তন হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment