বর্জ্য পদার্থ থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট সমস্যা: বর্জ্য পদার্থ থেকে নানা সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন—
1) চিকিৎসার বর্জ্য থেকে সমস্যা: টিটেনাস, কৃমি, আমাশা, হেপাটাইটিস, এডস, চামড়ার রােগ, ফুসফুসের রােগ ইত্যাদি বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটতে পারে।
2) কৃষিক্ষেত্রের বর্জ্য থেকে সমস্যা: কৃষিক্ষেত্রের আবর্জনা কৃষিক্ষেত্রের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দিতে পারে। জমিতে প্লাস্টিক পড়ে থাকলে জমি কৃষিকাজের অনুপযােগী হয়ে পড়ে। কৃষিক্ষেত্র থেকে কৃমি, আমাশয়, ফুসফুসের রােগ, পেটের রােগ ও নানা ধরনের রােগব্যাধি ঘটতে পারে।
3) কলকারখানার বর্জ্য থেকে সমস্যা: কলকারখানার তরল বর্জ্য নিকটবর্তী নদী, পুকুর ও খালে পড়লে ওই জল সম্পূর্ণরূপে দূষিত হয়। কলকারখানার বর্জ্য থেকে নিকটবর্তী অঞ্চলের মাটি দূষিত হয়।
4) নির্মাণ শিল্পের বর্জ্য থেকে সমস্যা: নির্মাণ শিল্পে ব্যবহৃত সিমেন্ট ও বালি বায়ুদূষণ ঘটায়, মাটির উৎপাদন ক্ষমতা একেবারে কমিয়ে দেয়। এই কার্যে নিযুক্ত শ্রমিকদের ফুসফুসের রােগ ও পেটের রােগ বেড়ে যায়।
5) তেজস্ক্রিয় বর্জ্য থেকে সমস্যা: এই বর্জ্য পৃথিবীর সর্বাধিক ক্ষতিকর বর্জ্য। এই বর্জ্যের প্রভাবে বায়ুদূষণ ঘটে, ভৌমজল পানের অযােগ্য হয়ে যায়, মাটি দূষিত হয় এবং প্রাণী ও উদ্ভিদের জিনগত পরিবর্তন হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।