বর্জ্য পদার্থকে কীভাবে ভস্মীভূত করা হয়? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বর্জ্য পদার্থকে ভস্মীভূত করার পদ্ধতি: কঠিন বর্জ্যকে উচ্চ তাপে ও চাপে ভস্মীভূত করা হয়। সাধারণত শিল্পাঞ্চলগুলিতে এই পদ্ধতি প্রয়ােগ করা হয়। দাহ্য বস্তু পুড়ে গেলে তা থেকে পােড়া ছাই, ধাতু, কাচ ইত্যাদি নিষ্কাশন করা হয়। যেখানে অন্যান্য পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার সুযােগ নেই, সেখানেই ভস্মীভূতকরণ পদ্ধতি প্রয়ােগ হয়। এ ছাড়া রাসায়নিক কারখানায় বর্জ্য হিসেবে আলকাতরা, আঠালাে পেট্রোলিয়াম-জাতীয় বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। ওইসব বর্জ্য পুড়িয়ে যে তাপ সৃষ্টি হয় তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে বর্জ্য পদার্থকে প্রকাশ্যে পুড়িয়ে ফেললে বায়ুদূষণ ঘটে। বাতাসে প্রচুর ফ্লাই অ্যাশ, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড এবং নানা জৈব অ্যাসিড উৎপন্ন হয় যা পুকুর, নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর, মহাসাগর সব ধরনের জলভাগকেই দূষিত করার পাশাপাশি জনস্বাস্থ্যেরও ক্ষতি সাধন করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।