অনেকসময় দেখা যায় যে বাবা ও মা উভয়েই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বাের্ডের মাধ্যমে ব্যাখ্যা করাে।

প্রশ্ন: অনেকসময় দেখা যায় যে বাবা ও মা উভয়েই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বাের্ডের মাধ্যমে ব্যাখ্যা করাে।

উত্তর:  বর্ণান্ধতা (Colour Blind) হলাে একপ্রকার সেক্স লিংকড জনিত উত্তরাধিকার। এটি X-ক্রোমােজোম দ্বারা বাহিত হয় এবং X-ক্রোমােজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য বর্ণান্ধতা দেখা যায়। এই রােগের জিন X-ক্রোমােজোমে অবস্থিত এবং প্রচ্ছন্ন প্রকৃতির। এটি পুরুষ দেহে হেমিজাইগাস অবস্থায় প্রকাশ পায় কিন্তু স্ত্রীদেহে হােমােজাইগ্যাস অবস্থায় প্রকাশ পায়। স্ত্রীদেহে একটি X-ক্রোমােজোমে এই জিন থাকলে সেই মহিলা বাহক হয়।

যদি বাবা মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে দেখা যায় তবে নিশ্চিত যে মা স্বাভাবিক হলেও বর্ণান্ধতার বাহক ছিল। এটি চেকার বাের্ডের সাহায্যে দেখানাে হলাে।

তাই স্বাভাবিক বাবা ও মা হলেও মা বাহক হওয়ায় তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!